কলকাতা থেকে আগরতলা-সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯:৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮,৩৩৭ টাকা। একই সংস্থার বিকেল ৩'টের ভাড়া ৭,৩৩৭ টাকা, বিকেল ৪:১০-এর বিমান ভাড়া ৬,৭৩৭ টাকা। বিকেল ৫:২০ মিনিটের ভাড়া ৬,৭৩৭ টাকা। এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ'টার বিমানের ভাড়া ৬,৭৩৭ টাকা। আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২:৪০-এর বিমানের ভাড়া ৮,৯০৮ টাকা। বিকেল ৩'টের ভাড়া ৮,৯০৮ টাকা। সন্ধ্যা ৬:৫০ মিনিটের ভাড়া ৬,২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪:১০-এর বিমানের ভাড়া ৭,৮৯২ টাকা। সকাল ১১:২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫,০৩৩ টাকা। সন্ধ্যা ৭:৪৫-এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫,০৩৩ টাকা। সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে।
advertisement
আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী
কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ন'টা নাগাদ বিমান ভাড়া ৫,২৩৭ টাকা। সন্ধ্যা ৭:২০ বিমানের ভাড়া ৬,০৮৭ টাকা। বিকেল ৩:১০ বিমানের ভাড়া ৭,৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩:১০-এর বিমানের ভাড়া ৯,৭৪৩ টাকা। স্পাইসজেটের সকাল ৬:৪০-এর বিমানের ভাড়া ১১,৪৪৩ টাকা। সকাল ৯:৫০-এর বিমানের ভাড়া ১৫,২০৭ টাকা। গুয়াহাটি থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার সকাল ১১:৪০-এর বিমানের ভাড়া ৬,১৩৯ টাকা৷ সকাল ৮:৪০ মিনিটের স্পাইস জেটের বিমানের ভাড়া ৬,৩৪০ টাকা। বিকেলে ৪:৫০-এর গো-এয়ারের ভাড়া ৬,৩৪০ টাকা।
সাধারণত দুই-আড়াই বা তিন হাজার টাকায় মেলে টিকিট। আগরতলা থেকে গুয়াহাটির মধ্যে গড় ভাড়া যেখানে ২-৩ হাজার হয়। সেখানে ভাড়ার অঙ্ক ছুঁয়েছে ৮,৩০৮ টাকা। এ ছাড়া শিলচর, মিজোরাম-সহ একাধিক রুটে বেড়েছে ভাড়া।
ABIR GHOSHAL