TRENDING:

Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা

Last Updated:

Air fare increasing very fast as Assam flood Effect: রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতির জের। বন্ধ একাধিক রুটে ট্রেন চলাচল। রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।
advertisement

কলকাতা থেকে আগরতলা-সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯:৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮,৩৩৭ টাকা। একই সংস্থার বিকেল ৩'টের ভাড়া ৭,৩৩৭ টাকা, বিকেল ৪:১০-এর বিমান ভাড়া ৬,৭৩৭ টাকা। বিকেল ৫:২০ মিনিটের ভাড়া ৬,৭৩৭ টাকা। এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ'টার বিমানের ভাড়া ৬,৭৩৭ টাকা। আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২:৪০-এর বিমানের ভাড়া ৮,৯০৮ টাকা। বিকেল ৩'টের ভাড়া ৮,৯০৮ টাকা। সন্ধ্যা ৬:৫০ মিনিটের ভাড়া ৬,২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪:১০-এর বিমানের ভাড়া ৭,৮৯২ টাকা। সকাল ১১:২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫,০৩৩ টাকা। সন্ধ্যা ৭:৪৫-এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫,০৩৩ টাকা। সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে।

advertisement

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী

কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ন'টা নাগাদ বিমান ভাড়া ৫,২৩৭ টাকা। সন্ধ্যা ৭:২০ বিমানের ভাড়া ৬,০৮৭ টাকা। বিকেল ৩:১০ বিমানের ভাড়া ৭,৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩:১০-এর বিমানের ভাড়া ৯,৭৪৩ টাকা। স্পাইসজেটের সকাল ৬:৪০-এর বিমানের ভাড়া ১১,৪৪৩ টাকা। সকাল ৯:৫০-এর বিমানের ভাড়া ১৫,২০৭ টাকা। গুয়াহাটি থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার সকাল ১১:৪০-এর বিমানের ভাড়া ৬,১৩৯ টাকা৷ সকাল ৮:৪০ মিনিটের স্পাইস জেটের বিমানের ভাড়া ৬,৩৪০ টাকা। বিকেলে ৪:৫০-এর গো-এয়ারের ভাড়া ৬,৩৪০ টাকা।

advertisement

সাধারণত দুই-আড়াই বা তিন হাজার টাকায় মেলে টিকিট। আগরতলা থেকে গুয়াহাটির মধ্যে গড় ভাড়া যেখানে ২-৩ হাজার হয়। সেখানে ভাড়ার অঙ্ক ছুঁয়েছে ৮,৩০৮ টাকা। এ ছাড়া শিলচর, মিজোরাম-সহ একাধিক রুটে বেড়েছে ভাড়া।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল