TRENDING:

ভারতে আপাতত বিমান বাতিল এয়ার কানাডার, পাকিস্তানে উড়ান বন্ধ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সীমান্তে এখন উত্তপ্ত পরিস্থিতি ৷ আকাশ পথেও হামলা হতে পারে, এই আশঙ্কায় দু’দেশের বিমানবন্দরগুলিতেই জারি হাই-অ্যালার্ট ৷ পাকিস্তানে যেমন বিভিন্ন বিমানবন্দরই বাণিজ্যিক উড়ানের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ ভারতেও তেমনি বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এই অবস্থায় ভারতে উড়ান চালাতে নারাজ এয়ার কানাডা ৷
advertisement

পাকিস্তানি এয়ারস্পেস কাছাকাছি হওয়ার জন্য ভারতের বিভিন্ন রুটে তাদের উড়ান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার কানাডা ৷ টরন্টো-দিল্লি এবং ভ্যাঙ্কুভার-দিল্লির ফ্লাইট আপাতত বন্ধ রেখেছে এয়ার কানাডা ৷ তবে বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার মুম্বই-টরন্টো রুটে বিমান চালানো হয় ৷ কারণ সেটার রুট অন্য ৷ পাকিস্তানের এয়ারস্পেসে বিমান চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারতীয় বিমানসংস্থাগুলি ৷ পাকিস্তানে বিমান চলাচল বাতিল করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সও ৷ করাচি এবং লাহোরে আজ, বৃহস্পতিবার বিমান বাতিলের পাশাপাশি ওই রুটে বিমান চলাচলই আপাতত বন্ধ রেখেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে আপাতত বিমান বাতিল এয়ার কানাডার, পাকিস্তানে উড়ান বন্ধ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের