advertisement
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড-এর ট্যুইট, 'বাবরি মসজিদ ছিল ও সর্বদা মসজিদই থাকবে৷ অন্যতম উদাহরণ হল তুরস্কের Hagia Sophia৷ ভেঙে পড়ার মতো কিছু হয়নি৷ পরিস্থিতি সর্বদা এক রকম থাকে না৷ লজ্জাজনক, সংখ্যাগরিষ্ঠদের তুষ্ট করা একটি বিচার কখনও এর মূল অবস্থানকে পরিবর্তন করতে পারে না৷'
AIMPLB নেতা আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য, বাবরি মসজিদ ওখানেই ছিল এবং থাকবে৷ তিনি একটি ট্যুইটে লেখেন, 'বাবরি মসজিদ থি, হ্যায় ও রহেঙ্গে ইনসাইল্লাহ৷'
গত বছর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে জানায়, ২.৭৭ একর বিতর্কিত জমিটি পুরোটাই রামলালাকে হস্তান্তর করা উচিত৷ ৫ বিচারপতির ডিভিশন কেন্দ্রকে নির্দেশ দেয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতে ৫ একর জমি দিতে মসজিদ নির্মাণের জন্য৷
অযোধ্যা রায়ের পরে সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায়ের পুনর্বিবেচনার আর্জিও জানায়নি৷ যদিও AIMPLB জানিয়ে দেয়, তারা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে সুপ্রিম কোর্টে৷
