লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে আক্রান্তদের এআরটি থেরাপি চলছে। ওই জেলে বন্দি ৭০ জন মহিলার এইচআইভি টেস্ট করা হবে। তবে কী জেলের মধ্যেই চলত যৌনাচার? এই ঘটনা যদিও নতুন নয়। জেলে নানা খারাপ কাজ চলে। বর্তমান সময়ে জেলের অবস্থার উন্নতি কিন্তু তেমন হয়নি। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো জায়গায় নানা অবৈধ ঘটনা প্রায় সামনে আসে। তার মধ্যে এই ঘটনায় ফের শোরোগোল শুরু হয়।
advertisement
আরও পড়ুন: মাছ ধরার নদীতে হঠাৎ ভাসছে কুমির! আতঙ্ক রায়দিঘীতে!
জানা যায় ওই জেলে ১০ অগাস্ট একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। তিন দফায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আক্রান্ত বন্দিদের সঙ্গে সঙ্গে অন্যত্র স্থানান্তরিত করা হয়। জানা যায় মোট ২০০ জন বন্দির পরীক্ষা হয়। তবে বাকি সব বন্দিদের এবার টেস্ট করা হবে। তবে যৌনাচার নিয়ে প্রশ্ন উঠলেও, সে বিষয়ে কেউ কিছু জানাননি!