TRENDING:

Ahmed Patel Son on Rahul Gandhi: 'রাহুল-প্রিয়াঙ্কা অযোগ্য, সরে দাঁড়ানো উচিত!' বিহারে কংগ্রেসের ভরাডুবির পর বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল

Last Updated:

বিহার নির্বাচনে সাম্প্রতিক কালে অন্যতম খারাপ ফল করেছে কংগ্রেস৷ বিহারে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে শতাব্দী প্রাচীন এই দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির দলীয় নেতৃত্বের জায়গা থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি করলেন কংগ্রেস নেতা ফয়জল প্যাটেল৷ যাঁর আরও একটি পরিচয় তিনি প্রয়াত কংগ্রেস নেতা এবং গান্ধিদের একদা ঘনিষ্ঠ আহমেদ প্যাটেলের ছেলে৷ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধিকে সরাসরি অযোগ্য বলে বিহার বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য তাঁদেরই দায়ী করেছেন ফয়জল৷ তিনি দাবি করেছেন, শশী থারুর অথবা অন্য কোনও যোগ্য নেতাদের হাতেই দলের নেতৃত্বের ভার দেওয়া উচিত৷
গান্ধিদের নিয়ে বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল গান্ধি৷
গান্ধিদের নিয়ে বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল গান্ধি৷
advertisement

আহমেদ প্যাটেল কংগ্রেসের অন্দরে গান্ধিদের অন্যতম আস্থাভাজন এবং ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন৷ সোনিয়া গান্ধির রাজনৈতিক পরামর্শদাতাও ছিলেন তিনি৷ কংগ্রেসের ক্রাইসিস ম্যান হিসেবেও পরিচিত ছিলেন আহমেদ প্যাটেল৷ সোনিয়া গান্ধি কংগ্রেস সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন ২০২০ সালে প্রয়াত এই নেতা৷

বিহার নির্বাচনে সাম্প্রতিক কালে অন্যতম খারাপ ফল করেছে কংগ্রেস৷ বিহারে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে শতাব্দী প্রাচীন এই দল৷ যদিও বিহারে দলের এই বিপর্যয়ের পরেও ভোট প্রক্রিয়ায় কারচুপির দিকেই ইঙ্গিত করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তিনি বলেন, যে নির্বাচন শুরু থেকেই স্বচ্ছ ছিল না, সেখানে আমরা ভাল ফল করতে ব্যর্থ হয়েছি৷

advertisement

যদিও রাহুল গান্ধির এই মতের সঙ্গে সহমত হননি ফয়জল৷ তিনি বলেন, বিরোধী শিবিরের উদ্দেশ্যই ভেস্তে দেওয়ার জন্য গান্ধিদের এবার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিত৷ বিরোধী রাজনীতিতেও বিকল্পের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন ফয়জল৷

ফয়জল খোলাখুলি স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের যোগাযোগ রয়েছে৷ বিজেপি-র কর্মসংস্কৃতি এবং তাদের পরিশ্রমী কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেছেন ফয়জল৷ তিনি যে বিজেপি-তে যোগ দিতে পারেন, সেই ইঙ্গিতও দেন আহমেদ প্যাটেলের পুত্র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁটাই তাদের কাছে ফুল! বৃদ্ধ বয়সেও হাসিমুখে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই তিন যোদ্ধা 
আরও দেখুন

গত অগাস্ট মাসেই সিএনএন নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ ধরা পড়েছিল ফয়জলের গলায়৷ তিনি অভিযোগ করেছিলেন, ঘনিষ্ঠ কয়েকজন তাঁবেদার নেতা এবং পরামর্শদাতার কথাই শোনে দলীয় নেতৃত্ব৷ এই তাঁবেদারদের জন্যই দলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন ফয়জল৷ তিনি অভিযোগ করেছিলেন, এই পরামর্শদাতারা রাহুল গান্ধিকে যেভাবে বুঝিয়েছেন তাতে দলের প্রকৃত বিশ্বস্ত এবং অভিজ্ঞ নেতারা দূরে সরে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও ভূয়সী প্রশংসা করেন ফয়জল৷ দেশ নিরাপদ হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ahmed Patel Son on Rahul Gandhi: 'রাহুল-প্রিয়াঙ্কা অযোগ্য, সরে দাঁড়ানো উচিত!' বিহারে কংগ্রেসের ভরাডুবির পর বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল