আরও পড়ুন- দেখুন ভিডিও:তিরঙ্গা মিছিলে গরুর গুঁতো, গুজরাতের প্রাক্তন মন্ত্রীর গায়ে গরুর ঝাঁপ
রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শনিবার রাজ্যের রাজধানীর চিলড্রেন ইউনিভার্সিটিতে একটি ১০০ ফুট লম্বা উচ্চতার পোস্টে একটি বিশাল তেরঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে তিন দিনের ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযান শুরু করেন। এই প্রচারাভিযানের অংশ হিসেবেই হীরাবেন মোদি তাঁর বাসভবনে শিশুদের জাতীয় পতাকা বিতরণ করেন এবং তাদের সঙ্গে জাতীয় পতাকাকে সম্মান জানান, জানানো হয়েছে সরকারি এক বিজ্ঞপ্তিতে। প্রধানমন্ত্রী মোদির মা নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।
advertisement
গুজরাতের বিভিন্ন অংশে বিজেপি বিধায়ক এবং মন্ত্রীরা আজ তেরঙ্গা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সমাবেশে অংশ নেন। সকলকে নিয়ে এদিন ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন- বোলপুরে স্পাইডারম্যান! সোনাঝুরি হাটে স্পাইডারম্যানের সাঁওতালি নাচের ভিডিও ভাইরাল
এদিন গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা, বিধায়ক এবং প্রাক্তন বিধায়কদের উপস্থিতিতে মেহসানা জেলার ভিজাপুরে সাত কিলোমিটারের এক সমাবেশে অংশ নিয়েছিলেন।
ভাদোদরায় বিজেপি সাংসদ রঞ্জন ভাট স্থানীয় বিধায়কদের সঙ্গে একটি ‘তিরঙ্গা যাত্রা’য় অংশ নেন। গুজরাতের অন্যান্য শহর ও শহরতলিতেও একই ধরনের উদযাপন দেখা গেছে।