আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে
advertisement
ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের অধ্যক্ষা মারধর করছেন স্কুলের শিক্ষিকাকে। শুধু তাই নয় উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে দিয়ে শুরু হয় তাদের বাক্-বিতণ্ডা। তার পরে দেরিতে আসার জন্য অধ্যক্ষা শিক্ষিকাকে মারতে শুরু করেন। পাল্টা শিক্ষিকারও দাবি স্কুলের অধ্যক্ষা নিজেই চার দিন ধরে দেরিতে অফিসে আসছেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালীন দু’জনেই অপমানজনক কথা বলেন। দু’জনের হাতাহাতির পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তাঁদের সহকর্মীরা, কিন্ত তাঁরা ব্যর্থ হন।
আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
শিক্ষিকা এবং অধ্যক্ষার এমন ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। দু’জনেই একে অপরের বিরুদ্ধে সিকান্দা থানায় অভিযোগ জানিয়েছেন। এমন ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারিক জিতেন্দ্র কুমার গন্দ জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিস্তারিত জানলে আমরা আপনাদের জানাতে পারব”।