TRENDING:

Train Cancelled: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, বাতিল পরীক্ষা স্পেশ্যাল একাধিক ট্রেন!

Last Updated:

Train Services Disrupted Due To Agnipath: এই হিংসাত্মক বিক্ষোভের জেরে সব মিলিয়ে আক্রান্ত ট্রেনের সংখ্যা ৩১৬ টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Agnipath: অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল দেশের একাধিক রাজ্য! বিশেষত পূর্ব মধ্য রেলে আন্দোলনকারী প্রার্থীদের হামলার কারণে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন। অগ্নিপথকে ঘিরে আন্দোলনের কারণে ৮০ টি মেল এক্সপ্রেস এবং ১৩৪ টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। আংশিকভাবে বাতিল হয়েছে ৬১ টি মেল এক্সপ্রেস এবং ৩০ টি যাত্রীবাহী ট্রেন। যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে, ১১ টি মেল এক্সপ্রেসের।
Train Services Disrupted Due To Agnipath
Train Services Disrupted Due To Agnipath
advertisement

এই হিংসাত্মক বিক্ষোভের জেরে সব মিলিয়ে আক্রান্ত ট্রেনের সংখ্যা ৩১৬ টি। পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনে চলা হামলার জেরে বেশ কিছু ট্রেন মূল স্টেশন থেকেই বাতিল করা হয়েছে। শুক্রবার কোন কোন ট্রেন বাতিল হয়েছে জেনে নিন এখানে-

আরও পড়ুন- "চাপিয়ে দেওয়া অগ্নিপথ প্রকল্প বাতিল হোক": দাবি জানালেন প্রিয়াঙ্কা গান্ধি

advertisement

*13019 হাওড়া - কাঠগোদাম বাগ এক্সপ্রেস

*13043 হাওড়া - রাক্সৌল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস

*13029 হাওড়া - মোকামা এক্সপ্রেস

*12331 হাওড়া - জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস

*12235 মধুপুর - আনন্দ বিহার (টি) সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস

*03005 হাওড়া - গয়া পরীক্ষা স্পেশ্যাল

*03023 হাওড়া - পাটনা পরীক্ষা স্পেশ্যাল

*03155 কলকাতা - সমস্তিপুর পরীক্ষা স্পেশ্যাল

advertisement

আরও পড়ুন- রাজ্যে অগ্নিপথের আঁচ! কলকাতা আসানসোল থেকে কোন কোন ট্রেন বাতিল হল দেখে নিন তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃহস্পতিবার বেশ কয়েকটি রাজ্য জুড়ে ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রতিবাদে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া, জনসাধারণ ও পুলিশের গাড়িকে আক্রমণ করার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং ব্যাপক সংখ্যক সামরিক বিশেষজ্ঞরাও এই প্রকল্পের সমালোচনা করে জানিয়েছেন, এটি সশস্ত্র বাহিনীর কার্যকারিতার উপর বিরূপ প্রভাব ফেলবে। সরকার অবশ্য এই প্রকল্পের সমর্থনে জানিয়েছে, এটি যুবকদের ভবিষ্যত সুরক্ষিত করবে এবং সশস্ত্র বাহিনীর যুবকদের ‘প্রোফাইল’ বজায় রাখতে সাহায্য করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancelled: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, বাতিল পরীক্ষা স্পেশ্যাল একাধিক ট্রেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল