TRENDING:

ফের ধনখড়ের মুখে বাংলার কথা, প্রসঙ্গ ভোট পরবর্তী হিংসা

Last Updated:

Jagdeep Dhankhar || উপরাষ্ট্রপতি মনে করেন, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলে সেখানেই মানবধিকার রক্ষিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মানবধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর মতে, সেই সময়ে রিপোর্টে যে কথার উল্লেখ করেছিল মানবধিকার কমিশন, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, রিপোর্টে জাতীয় মানবধিকার কমিশন উল্লেখ করে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলছে।
Jagdeep Dhankhar, File Photo
Jagdeep Dhankhar, File Photo
advertisement

তিনি এদিনের অনুষ্ঠানে আরও বলেছেন, "মানবধিকার লঙ্ঘন যাঁরা সহ্য করেন, তাঁরাও সমান অপরাধী। যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলে সেখানেই মানবধিকার রক্ষিত হয়।" তাঁর মতে, "স্বাধীনতার সবচেয়ে ভাল সংজ্ঞা হল, সর্বত্র মানবধিকার রক্ষা এবং সংবিধানের সারমর্ম এবং সমস্ত ধর্মের মূলসত্ত্বাই হল, সবার ঊর্দ্ধে মানবধিকার রক্ষা করা।" তিনি আরও জানান, "রাজনৈতিক ঘনিষ্ঠতা, বংশপরিচয়, জাতি বা ধর্মের নিরিখে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করা যায় না। একটি গণতান্ত্রিক সমাজ, যেখানে আইনের শাসন চলে।"

advertisement

আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুষ্ঠানে জাতীয় মানবধিকার কমিশনের চেয়াম্যান প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র জানান, সংরক্ষণের সুফল একবারে নীচের তলা পর্যন্ত পৌঁছায়নি। সমাজের সার্বিক অগ্রগতির জন্য সংরক্ষণের সুবিধা নীচু তলা পর্যন্ত পৌঁছানো দরকার বলে মনে করেন তিনি। সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের উন্নতির জন্য আর্থ-সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেক কাজ করা হয়েছে। তাঁর মতে, লিঙ্গ বৈষম্য এবং সবার মধ্যে সাম্যতা প্রয়োজন। তারজন্য অভিন্ন দেওয়ানি আনার পক্ষে সওয়াল করেন মানবধিকার কমিশনের চেয়ারম্যান। ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "আমাদের সংস্কৃতিতে অধিকার এবং কর্তব্য একসঙ্গে চলে। যার উল্লেখ রয়েছে বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে। প্রতিষ্ঠা দিবস পালন করা কমিশনের অতীত কাজ স্মরণ করার একটি মহৎ সুযোগ৷"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের ধনখড়ের মুখে বাংলার কথা, প্রসঙ্গ ভোট পরবর্তী হিংসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল