এবার প্রশ্ন হল কী হবে কর্ণাটক বিধানসভায়। স্বভাবতই ইয়েদুরাপ্পার পদত্যাগের পর বিজেপির সরকার গড়ার স্বপ্ন ধুয়েমুছে সাফ। জোট হিসেবে এরপর সরকার গড়ার ডাক পাবে কংগ্রেস-জেডিএস । কংগ্রেস হাইকম্যান্ডের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস-জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রীত্ব করবেন জেডিএসের কুমারস্বামী, দেবগৌড়া পুত্র ।
ইয়েদুরাপ্পার পদত্যাগ পত্র জমা পড়ার পরই রাজ্যপাল বাজুভাই ভাল্লার কাছে সরকার গড়ার আবেদন জানাবে কংগ্রেস-জেডিএস জোট । রাজ্যপালের আহবান পেলেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কুমারস্বামী । সেক্ষেত্রে বিধানসভা দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে কংগ্রেস জোটের সরকারকে।
advertisement
২২৩ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩ । রাজনৈতিক মহলের হিসেবে কংগ্রেস, জেডিএস, নির্দল ও বিএসপি বিধায়ক মিলে প্রায় ১১৭টি আসন রয়েছে জোট সরকারের কাছে । সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে কোনও কষ্টই করতে হবে না কংগ্রেস-জেডিএসকে । কর্ণাটক সরকারের ভবিষ্যৎ এবার কংগ্রেস জোটের সরকার । তবে কবে নাগাদ এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয় এখন সেটাই দেখার ।
কর্ণাটক বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বৃহত্তম দল হিসাবে বিজেপিকে (মোট প্রাপ্ত আসন ১০৪, সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১২) ৷ ম্যাজিক ফিগার পেতে দরকার ছিল আরও ৮টি আসন ৷ সেই মতই ম্যাজিক ফিগারে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে ছিল বিজেপি ৷ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়াতেই আস্থা ভোটের আগেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷