আরও পড়ুন- ত্রিপুরা উপনির্বাচনে প্রার্থী তালিকা তৈরি তৃণমূলের, ২০২৩-এর আগে ফের পরীক্ষা
কাতার, ইরান, কুয়েত ইতিমধ্যে সেই সব নির্দিষ্ট দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। সেই সমনের পর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বয়ান দিয়ে বলা হয়েছে, দেশগুলিকে ভারতীয় দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, এই ধরনের ট্যুইটগুলি কোনও ক্ষেত্রেই ভারত সরকারের মনোভাব প্রকাশ করে না। কিছু বিচ্ছিন্ন শক্তির বক্তব্য এটি। এই বিষয়ে কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলের তরফের খবর, সেখানে তাঁর সঙ্গে জরুরি আলোচনায় বসেছে সে দেশের বিদেশমন্ত্রক। কাতারের পক্ষ থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে করা একাধিক ট্যুইটের উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - হজরত মহম্মদকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য, নেত্রী নুপুর শর্মাকে বহিষ্কার বিজেপির
অন্য দিকে কুয়েতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, কুয়েতে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকে ডেকে একটি প্রতিবাদপত্র হাতে দেওয়া হয়েছে। সেখানে এই মন্তব্যের বিরু্দ্ধে খুব নির্দিষ্ট ভাবে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পরে বিজেপির তরফ থেকে মন্তব্যকারীদের দল থেকে বহিস্কার করার নির্দেশকেও স্বাগত জানিয়েছে দুটি দেশ। ক্ষোভ প্রকাশ করে ইরানের পক্ষ থেকেও চিঠি ধরানো হয়েছে বিজেপি সে দেশে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে।