এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে দলের পক্ষ থেকে লেখা হয়, “জনতার হয়ে কাজ করা সহজ নয়। এটি একটি নিরন্তর যাত্রা। এখানে উঁচু, নিচু বাধা আসবেই। হারের দুঃখ নেই আবার জেতার ঔদ্ধত্ব নেই। রাষ্ট্রীয় জনতা দল গরিবদের দল। তাঁরা সবসময় গরিবদের জন্যই কথা বলবে।”
বিহারে ভোটের এই ফলকে অপ্রত্যাশিত বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। একই সঙ্গে তিনি ভোটে কারচুপি নিয়েও অভিযোগ তুলেছেন তিনি। যদিও জনসমক্ষে এই নিয়ে কোনও তথ্যপ্রমাণ সামনে আনেন নি তবে বিহার ভোটে যে কারচুপি হয়েছে সে বিষয়ে সরব হয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: মাত্র ৩০ ভোটে জয়!গভীর রাত পর্যন্ত চলল গণনা,বিহারে শূন্যর গেরো থেকে বাঁচল মায়াবতীর বিএসপি
গতকাল বিহার ভোটের ফল সামনে আসতেই এনডিএ-এর জোট বিজেপি এবং জেডি(ইউ) ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন দখল করে নেয়। বিহার বিধানসভা আসনে বিজেপি একাই ৮৯টি আসনে জয়লাভ করে। নীতীশের দল জেডি(ইউ) পায় ৮৫টি আসন এবং চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পায় ১৯টি আসন।
অন্যদিকে, রাঘোপুর থেকে লালুপুত্র তথা আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব জিতলেও গোটা বিহারের অন্যান্য আসনে মুখ থুবড়ে পড়ে মহাগঠবন্ধন জোট। আরজেডি পায় মাত্র ২৫টি আসন এবং কংগ্রেস পায় ৬টি আসন।
