TRENDING:

সুরাটে নাবালিকা ধর্ষণ ও খুন! নির্যাতিতা বিচার পাবেই, আস্বস্তবাণী গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী পি এস জাদেজা-র

Last Updated:

সুরাটে নাবালিকা ধর্ষণকান্ডে নির্যাতিতা বিচার পাবেই, আস্বস্তবাণী গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী পি এস জাদেজা-র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাট: কাঠুয়ার নির্মম ধর্ষণ কান্ডের পরই উঠে এল আরেকটি নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা। ঘটনাটি ঘটেছে সুরাটে।
advertisement

সুরাট পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ১০ দিন আগে ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়। নাবালিকার শরীরে ছিল ৮৬ টি খতের চিহ্ন। অটোপসি রিপোর্ট অনুযায়ী, যৌনাঙ্গে ভোতা কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়। পুলিশ আরও জানান, ধর্ষণের আগে মেয়েটির উপর নিদারুণ অত্যাচার করা হয়।

আরও পড়ুন- কাঠুয়া গণধর্ষণ-খুনের মামলার শুনানি শুরু আজ

advertisement

গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী পি এস জাদেজা জানান, নির্যাতিতা বিচার পাবেই।প্রাথমিক অনুমানে মনে হচ্ছে মেয়েটি ওড়িশার। ওড়িশারা ডিজিপির সঙ্গে কথা বলেছি। ৮০০০ নিখোঁজ মেয়ের ছবি দেখা হয়েছে। নির্যাতিতার পরিচয় জানতে ছবি দেখেছি। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, চেক করা হচ্ছে কল রেকর্ডস।

৬ এপ্রিল সকালে সুরাটের পান্ডেসেরা অঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে, ঝোপঝাড়ের মধ্যে পাওয়া যায় নাবালিকার মৃতদেহ। সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা জানান, '' দোষীদের খোঁজ চলছে। ঘটনাস্থলের  নিকটবর্তী অঞ্চল থেকে কোনওরকম সূত্র পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হবে আশপাশের অঞ্চলের সিসিটিভি ফুটেজ।''

advertisement

আরও পড়ুন-চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার কর্মরতা তরুণী

বাংলা খবর/ খবর/দেশ/
সুরাটে নাবালিকা ধর্ষণ ও খুন! নির্যাতিতা বিচার পাবেই, আস্বস্তবাণী গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী পি এস জাদেজা-র