TRENDING:

শুধু এলপিজি-ডিজেল নয়, নিত্যপ্রয়োজনীয় আরও একটি জিনিস থেকে ভর্তুকি তুলে নিচ্ছে সরকার

Last Updated:

শুধু এলপিজি-ডিজেল নয়, নিত্যপ্রয়োজনীয় আরও একটি জিনিস থেকে ভর্তুকি তুলে নেবে সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রান্নার গ্যাস, ডিজেলের পর এবার আরও একটি অত্যাবশ্যকীয় পণ্য থেকে ভর্তুকি তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তের পর এবার আরও বড় ধাক্কা লাগতে চলেছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তদের হেঁশেলে ৷ এলপিজি-এর পর এবার কেরোসিন থেকেও ভর্তুকি তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার ৷
advertisement

সম্প্রতি সরকারের তরফে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলিকে প্রতি ১৫ দিন অন্তর কেরোসিন তেলের দাম ২৫ পয়সা করে বাড়াতে নির্দেশ দিয়েছে ৷ অর্থাৎ ভর্তুকি না ওঠা অবধি প্রতি মাসে কেরোসিনের দাম মোট ৫০ পয়সা করে বাড়বে ৷

পেট্রোলিয়াম ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷

advertisement

দীর্ঘদিন ধরেই কেরোসিন তেলে ভর্তুকি দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার ৷ বর্তমানে কেরোসিন ব্যবহারকারীর সংখ্যা কমলেও বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হেঁসেলে কেরোসিনই ভরসা ৷ গ্রামে বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় কেরোসিনের বাতি ৷

চলতি বর্ষে কেরোসিনের ব্যবহার প্রায় ২১ শতাংশ কমে ৬৬,৭৮,৪৪৭ কিলোলিটারে এসে দাঁড়িয়েছে । সরকারি তথ্য অনুযায়ী, তা ভবিষ্যতে তা আরও কমবে। ইতিমধ্যেই দিল্লি ও চন্ডীগড়ে কেরোসিন ব্যবহার সম্পূর্ণ বর্জিত ৷

advertisement

তবে ধাপে ধাপে রান্নার গ্যাসের সঙ্গে সঙ্গে কেরোসিনেও ভর্তুকি তুলে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তে মধ্যবিত্তের বাজেটে বড় সড় প্রভাব পড়তে চলেছে ৷

আগামী বছর মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ সিলিন্ডারে প্রত্যেক মাসে ৪ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে, লোকসভায় সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

advertisement

আগামী ১ জুন থেকেই চার টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ গত একবছরে সিলিন্ডারের দাম দু’বার বাড়ানো হয়েছে ৷ রাজধানী দিল্লিতে বর্তমানে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৭৭.৬৬ টাকা ৷ গত বছর জুনে যা ছিল ৪১৯.১৮ টাকা ৷ আর শুধু বড় সিলিন্ডারই নয় ৷ ভর্তুকি বন্ধ করতে দাম বাড়বে ৫ কেজির ছোট গ্যাস সিলিন্ডারেরও ৷

advertisement

পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে। তবে কেন্দ্রের এদিনের সিদ্ধান্ত অনুযায়ী, মার্চ মাসের পর থেকে সব সিলিন্ডারই কিনতে হবে ভর্তুকি ছাড়া দামে। বর্তমানে গোটা দেশের ১৮.১১ কোটি মানুষ রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি পায়। এদের মধ্যে ২.৫ কোটি গরিব মহিলা রয়েছেন ৷ যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
শুধু এলপিজি-ডিজেল নয়, নিত্যপ্রয়োজনীয় আরও একটি জিনিস থেকে ভর্তুকি তুলে নিচ্ছে সরকার