TRENDING:

Railway News: ভয়ঙ্কর শোচনীয় অবস্থা! এখনও থিকথিক করছে ভিড়, দিল্লির পদপিষ্টের ঘটনার পর এবার বিরাট সিদ্ধান্ত রেলের

Last Updated:

Railway News: দেশের ব্যস্ততম ৬০টি রেল স্টেশনের যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য হোল্ডিং জোন তৈরি হবে। পরিকাঠামো দেখতে পরিদর্শন সারছেন ডিভিশনাল রেল আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য এআই প্রযুক্তির ব্যবহার করা হবে৷ দেশের ব্যস্ততম ৬০টি রেল স্টেশনের যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য হোল্ডিং জোন তৈরি হবে। একাধিক স্টেশনের যা পরিকাঠামো তাতে হোল্ডিং জোন না থাকলে মুশকিল বলে মনে করছে রেল।
* হোল্ডিং জোন হবে দেশের ৬০ স্টেশনে 
* হোল্ডিং জোন হবে দেশের ৬০ স্টেশনে 
advertisement

প্রতিটি প্ল্যাটফর্মের যাত্রী ধারণ ক্ষমতা সীমিত। এর মধ্যে একই প্ল্যাটফর্মের দুই দিকে দুটো ট্রেন এসে দাঁড়িয়ে গেলে সমস্যা আরও বাড়বে। ফলে ভিড়ে, যাত্রীদের ধাক্কাধাক্কিতে বিপদ আরও বাড়ে। তাই বড় স্টেশনের ভিতর বা বাইরে রেল তার জায়গায় যাত্রীদের জন্য এই হোল্ডিং জোন বানাতে চায়। তবে কোন কোন স্টেশনে এই হোল্ডিং জোন হবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি।

advertisement

আরও পড়ুন-ঘাতক কোলেস্টেরলের মুখে ছাই! খরচ হবে না ১ টাকাও, এভাবে খেলেই গলে গলে বেরবে চিটচিটে আঠালো পদার্থ, মাত্র ৭ দিনেই খেলা শেষ, গ্যারান্টি…!

রেল সূত্রে খবর যাত্রী ও ট্রেন চলাচলের নিরিখে সর্বাধিক এগিয়ে থাকা স্টেশনকেই এই তালিকায় আনা হবে।ভীড় নিয়ন্ত্রণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ গ্রহণের জন্য নানা রিপোর্টে উল্লেখ করেছে CRS…বিশেষ করে পাবলিক অ্যানাউন্সমেন্ট ও ক্রাউড ম্যানেজমেন্ট স্পেশাল টিম গঠন করতেও বলা হয় ডিভিশন প্রতি। যে সব নির্দেশ রেল তাদের সব জোনে দিয়েছিল –

advertisement

আরও পড়ুন-আর সময় নেই…! পৃথিবীর শেষ দিন হবে এটাই! বিজ্ঞানীদের হাড়হিম ৫ ভবিষ্যদ্বাণী জানলে গায়ে কাঁটা দেবে

১) উৎসব বা বিশেষ বিশেষ দিন বা উপলক্ষ্যে ট্রেন চালানোর সময় স্পেশাল ট্রেন বা রেগুলার ট্রেন বা রেক’কে নূন্যতম আধ ঘন্টা আগে স্টেশন প্ল্যাটফর্মে দিতে হবে।

২) জেনারেল কোচ, স্লিপার (নন এসি), স্লিপার (এসি), দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কোচের অবস্থান কোথায় হবে তা প্ল্যাটফর্ম বোর্ডে দিতে হবে। বারবার ধরে কোচের অবস্থান স্টেশনে ঘোষণা করতে হবে।

advertisement

৩) পাবলিক অ্যাড্রেস সিস্টেমে রেকর্ড বাজালে হবে না (প্রি-রেকর্ড)। ঘোষণা রিয়েল টাইম করতে হবে। প্রয়োজনে বিভিন্ন ভাষায় করতে হবে।

৪) এসক্যালেটর বন্ধ রাখতে হবে। সিঁড়িতে রেল রক্ষী বাহিনী ছাড়াও, রাজ্য পুলিশ ও প্রয়োজনে স্কাউট টিম সারাক্ষণ রাখতে হবে।

৫) প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে ভিড় বাড়লে বন্ধ করতে হবে অসংরক্ষিত টিকিট প্রদান। (বিভিন্ন জোন আবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াতে পারে)

advertisement

৬) সিনিয়র সব আধিকারিকদের হাজির থাকতে হবে। প্রয়োজনে তাদের ঘোষণার দায়িত্ব নিতে হবে।

৭) পাশাপাশি প্ল্যাটফর্ম বাছাই না করে, গ্যাপ বা ফাঁক রেখে অন্য প্ল্যাটফর্ম ট্রেন দিতে হবে। (জংশন বা টার্মিনাল স্টেশনের জন্য)

৮) ট্রেনের ভিড়ের ছবি মোবাইলে তুলে আধিকারিকেরা দ্রুত পাঠিয়ে দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ করা যায়।

৯) প্ল্যাটফর্মে যাত্রীদের আগাম লাইনের ব্যবস্থা করা ছাড়াও বিভিন্ন কামরার সামনে রক্ষী মোতায়েন করবে রেল।

১০) প্ল্যাটফর্ম ও ট্রেনে বিদ্যুৎবিভ্রাট এড়াতেও বাড়তি সতর্কতা নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

১১) ভিড়ে কেউ অসুস্থ হতে পারে তার জন্য মেডিক্যাল দলকেও তৈরি রাখতে হবে সব প্ল্যাটফর্মে।ইতিমধ্যেই বিভিন্ন ডিভিশনাল আধিকারিকরা স্টেশন পরিদর্শন করেছেন। রিপোর্ট তৈরি করা হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Railway News: ভয়ঙ্কর শোচনীয় অবস্থা! এখনও থিকথিক করছে ভিড়, দিল্লির পদপিষ্টের ঘটনার পর এবার বিরাট সিদ্ধান্ত রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল