তন্ময় সাহু নামের ছেলেটি গ্রামেই খেলছিল৷ খেলতে খেলতে ৬ ডিসেম্বর প্রায় বিকেল ৫টার দিকে পরে যায় কুয়োতে৷
বেতুল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শ্যামেন্দ্র জয়সওয়াল বুধবার গভীর রাতে বলেছেন, "কুয়োতে পড়ে যাওয়া আট বছর বয়সী ছেলেটির উদ্ধার অভিযান এখনও চলছে। খনন চলছে এবং প্রায় ৩৩ ফুট খনন করা হয়েছে।"
আরও পড়ুন : লাল টুকটুকে বউ! বিয়ের রাতের সাবেকি সাজ নেটমাধ্যমে হু হু করে ভাইরাল পর্দার রোহিণীর
advertisement
জয়সওয়াল আরও বলেন, "আমরা ৪৫ ফুট খোঁড়ার পরিকল্পনা করছি৷ তারপর একটা টানেল ঢুকিয়ে তাঁকে উদ্ধার করা হবে৷ শিশুটিকে বাঁচানোর জন্যই এত চেষ্টা৷"
আরও পড়ুন : মর্মান্তিক! টিকাকরণ শিবিরে অ্য়াসিড পড়ে জখম এক শিশু সহ তিন!
তন্ময় সাহুর বাবা জানিয়েছেন, "আমার ছেলে খেলছিল, পাশের মাঠেই ছিল উন্মুক্ত কুয়োটি, সেখান দিয়ে পড়ে যায়৷ আমার ১২ বছরের মেয়ে তা দেখেছে৷ তারপর সেই আমাদের জানায়৷"