নিমিশার সঙ্গে কাবুলের জেলে ছিল তার চার বছরের ছোট্ট মেয়েও। ২০১৯-এ নিমিশা ও আরও ৪০০ জন আফগান সেনার কাছে আত্মসমর্পণ করে। আইসিসি ক্যাম্পে আমেরিকার বিমান হানায় মৃত্যু হয়েছিল নিমিশার স্বামী। তার পর থেকেই জেলে বন্দি ছিলেন তিনি।
বিন্দু ও তাঁর মেয়ে নিমিশা ছিলেন তিরুঅনন্তপুরমের বাসিন্দা। বিন্দু জানিয়েছেন, ২০১৭ থেকেই নিখোঁজ হয়ে যান তাঁর মেয়ে। তার আগে ইশা নামে এক জনকে বিয়ে করে ধর্মান্তরিত হন নিমিশা। আর তার পরেই আইসিসে যোগ দেন তিনি। এর জন্য তাঁকে বুঝিয়েছিল তার সহপাঠীরা। নিমিশার মেয়ের আজ পাঁচ বছর পূর্ণ হল। আর তাই নাতনিকে নিয়ে চিন্তিত কেরলের বিন্দু সম্পথ। তাঁর চিন্তা, ছোট্ট নাতনি যেন তালিবানদের নজরে না পড়ে।
advertisement
বিন্দু এক সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, খবরটা দেখে নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু পরে জানলাম পুরোটা। ভারতীয় দণ্ডবিধিতে ওর অপরাধের শাস্তি হোক। আমার নাতনির জন্য চিন্তা হচ্ছে। ও সন্ত্রাসবাদীদের শিকার না হয়। আমি ওর দায়িত্ব নিতে চাই। কেন্দ্র এখনও কেন ফেরানোর ব্যবস্থা নিচ্ছে না।