এই ঘটনাটিকেই নিয়ে এবার নড়েচড়ে বসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রকাশকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ৷ মঙ্গলবার বিকাশ ভবনে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি ৷ বৈঠকে ডাকা হতে পারে অভিযুক্ত প্রকাশককেও ৷ ফোনে নিউজ ১৮ বাংলাকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
আরও পড়ুন: সরকারি নয়, ভুঁইফোড় প্রকাশকের কীর্তিতেই 'মিলখা সিং' ফারহান আখতার
advertisement
১৯৫৮ সালের কমনওয়েল্থ গেমস-এ সোনাজয়ী মিলখা সিং-এর জীবনের উপর একটি ছবি তৈরি করেছিলেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার ৷ ফারহান নিজেই ওই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ সেই চরিত্রের ছবিই ছাপা হয় বইটিতে ৷ মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷