TRENDING:

পাঠ্যবইয়ে ফারহান আখতারের ছবি ! প্রকাশকের বিরুদ্ধে কালই প্রশাসনিক ব্যবস্থা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ভাগ মিলখা ভাগ ৷ সেই ছবিটিতেই মিলখা সিংয়ের জায়গায় অভিনয় করেছিলেন ফারহান আখতার ৷ কিন্তু আদতে যে মিলখা সিং আলাদা একজন ব্যক্তিত্ব ! সেটির ফারাক করতে পারেনি  Yenmy নামে একটি ভুঁইফোড় পাবলিকেশন ৷ স্কুলপাঠ্য বইয়ে বিশ্বখ্যাত অ্যাথলিট মিলখা সিংয়ের ছবির পরিবর্তে অভিনেতা ফারহান আখতারের ছবি ছাপিয়েই বিপাকে Yenmy পাবলিকেশন ৷
advertisement

এই ঘটনাটিকেই নিয়ে এবার নড়েচড়ে বসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রকাশকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ৷ মঙ্গলবার বিকাশ ভবনে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি ৷ বৈঠকে ডাকা হতে পারে অভিযুক্ত প্রকাশককেও ৷ ফোনে নিউজ ১৮ বাংলাকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন: সরকারি নয়, ভুঁইফোড় প্রকাশকের কীর্তিতেই 'মিলখা সিং' ফারহান আখতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৯৫৮ সালের কমনওয়েল্থ গেমস-এ সোনাজয়ী মিলখা সিং-এর জীবনের উপর একটি ছবি তৈরি করেছিলেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার ৷ ফারহান নিজেই ওই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ সেই চরিত্রের ছবিই ছাপা হয় বইটিতে ৷ মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাঠ্যবইয়ে ফারহান আখতারের ছবি ! প্রকাশকের বিরুদ্ধে কালই প্রশাসনিক ব্যবস্থা