হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন বিজয়কান্ত। এদিন সকালেই তাঁর পার্টির তরফে খবর আসে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্ট হচ্ছিল বলে ভেন্টিলেশনে আছেন।
আরও পড়ুন: শীতে নলেন গুড়েই ভরসা? বড়সড় ক্ষতি হতে পারে! খাওয়ার আগে জানুন কীভাবে তৈরি হচ্ছে
advertisement
যদিও হাসপাতাল সূত্রে খবর, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পিটিআই সংবাদসংস্থাকে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, দ্বিতীয় বারের নমুনা আসার আগেই পার্টির তরফে ওই বিবৃতি জারি করা হয়।
চলতি বছর নভেম্বর মাস থেকেই বিজয়কান্ত অসুস্থ ছিলেন। গত ১৫ ডিসেম্বর বিজয়কান্তের স্ত্রী প্রেমলতা বিজয়কান্ত সাধারণ সভাপতি হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেন।
তামিল ইন্ডাস্ট্রির রাজনৈতিক নেতারা এবং অভিনেতা-অভিনেত্রীরা শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রয়াত রাজনীতিকের উদ্দেশে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, প্রয়াত ডিএমডিকে প্রধানকে রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন করা হবে।