TRENDING:

দেখুন Live মৃত্যু! দূরদর্শন টক শোয়ে হার্ট অ্যাটাক সমাজকর্মীর

Last Updated:

লাইভ টক-শো চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন রীতা জিতেন্দ্র৷ জম্মু-কাশ্মীর অ্যাকাডেমি অফ আর্টের সচিব ছিলেন তিনি দীর্ঘদিন৷ ভিডিয়োটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: সঞ্চালকের সঙ্গে কথা বলছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা জিতেন্দ্র ৷ চলছিল দূরদর্শনের লাইভ শো৷ শো-টির নাম ‘গুড মর্নিং জে অ্যান্ড কে’৷ হঠাত্‍‌ চোখ বন্ধ করে হাঁ করে মাথাটি পিছনে এলিয়ে দিলেন রীতা জিতেন্দ্র৷ তারপর সব শেষ৷
advertisement

লাইভ টক-শো চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন রীতা জিতেন্দ্র৷ জম্মু-কাশ্মীর অ্যাকাডেমি অফ আর্টের সচিব ছিলেন তিনি দীর্ঘদিন৷ ভিডিয়োটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়৷

ঘটনার আকস্মিকতায় হতবাক ওই টক শো-এর সঞ্চালক তথা লেখক জাহিদ মুখতার। তিনি বলেন, ‘প্রথমটায় তো বুঝতেই পারছিলাম না, কী করব! দূরদর্শনের লোকজন সঙ্গে সঙ্গে ওঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। দর্শকদের জানিয়ে দেওয়া হয়, রীতা অসুস্থ হয়ে পড়েছেন।’ এ দিন দুপুরে হাসপাতাল থেকে রীতা জিতেন্দ্রর দেহ জম্মুতে নিয়ে যাওয়া হয়।

advertisement

৫৫ সেকেন্ডের সেই ভিডিয়োটি রইল, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
দেখুন Live মৃত্যু! দূরদর্শন টক শোয়ে হার্ট অ্যাটাক সমাজকর্মীর