গাড়ির ভিতর দুই হিজবুল জঙ্গি। গন্তব্য ছিল জম্মু হয়ে চণ্ডীগড়। সেই সময় সময় হাতেনাতে ধরা পড়েন জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিং। জম্মু - কাশ্মীর পুলিশ জানিয়েছে, দুই হিজবুল জঙ্গিকে পাচারের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছেন বলে জেরায় স্বীকার করেছেন দেবেন্দ্র।
এরপর জেরায় জঙ্গিদের সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন ৷
advertisement
জিজ্ঞাসাবাদে শ্রীনগরে, পুলওয়ামাতে জঙ্গিদের আলাদা আলাদা নেটওয়ার্কের বিষয়ে গোপন তথ্য দিয়েছেন ৷ তার সঙ্গে গ্রেফতার হওয়া হিজবুল জঙ্গিরা আতঙ্কবাদী হামলার প্ল্যানিং সংক্রান্ত অনেক তথ্যই জানিয়েছে ৷ সাধারণত শীতের সময় পুলিশ থেকে বাঁচতে তারা কাশ্মীর থেকে বাইরে চলে যায় ৷ কিন্তু গ্রীষ্মকালে বেশিরভাগ জঙ্গিরা কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে থাকে ৷ শীতে তারা নেটওয়ার্ক তৈরি করার কাজ করে মূলত ৷
হিজবুল কমান্ডরল নবীদকে গ্রেফতার করা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ৷ তাকে ধরার জন্য ২০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছিল অভিযুক্ত ডিএসপি ও বাকি দুই জঙ্গিকে আলাদা আলাদা জায়গায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এরপর তাদের বয়ান মিনিয়ে দেখা হবে যাতে জঙ্গিদের নেটওয়ার্কের হদিশ পাওয়া যায় ৷