পুলিশের মতে এই ঘটনা তখন ঘটেছিল, যখন কয়েকজন শ্রমিক কাজ শেষে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন। মসৌড়ী-নওবতপুর রাস্তায় ধনীচক মোড়ের কাছে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! মহাকুম্ভ থেকে আসার পথে ডিভাইডারে ধাক্কা দ্রুত গতির গাড়ির, ঘটনাস্থলেই শেষ ৬…
মৃতদের মধ্যে মতেন্দ্র বিন্দ (২৫), উমেশ বিন্দ (৩৮), বিনয় বিন্দ (৩০), রমেশ বিন্দ (৫২), সুরজ ঠাকুর (২০), উমেশ বিন্দ (৩০) এবং অটো চালক সুশীল কুমার (৩৫) রয়েছেন। নিহত ৬ শ্রমিক ডোরিপারের বাসিন্দা ছিলেন, আর সুশীল কুমার হংসাদিহ গ্রামের বাসিন্দা ছিলেন।
advertisement
পুলিশের মতে ৬ শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার জন্য অটো-রিকশা ভাড়া করেছিলেন। দুর্ঘটনার পর অটোটি রাস্তার ধারে থাকা জলভর্তি গর্তে পড়ে যায়। জেসিবির সাহায্যে অটোটিকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ থেকে মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। মধৌরি থানার SHO বিজয় যাদবেন্দু জানিয়েছেন যে, চালক ট্রাকের অ্যাক্সেল ভেঙে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটো-রিকশার সাথে ধাক্কা লাগে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন
অটো-রিকশায় মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন। মৃতদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদের পরিবারের সদস্যরা ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছে।