আরও পড়ুনঃ তিরিশ বছর কথা বলেননি, রাম মন্দিরের উদ্বোধনের দিন নীরবতা ভাঙবেন ‘মৌনী মাতা’
এক সংবাদমাধ্যমের খবর অনুসারে একজন প্রত্যক্ষদর্শী জানায়, ‘‘সাওয়ালা কানের পেছনে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।’’
সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুটি ম্যাচই ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ‘কচ্ছি ভিসা ওসওয়াল বিকাশ লিজেন্ড কাপ’-এর জন্য খেলা হচ্ছিল। পুলিশ রিপোর্ট দাখিল করেছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।
advertisement
জয়েশ সাওয়ালা ভাইন্দরের একজন ব্যবসায়ী ছিলেন। আরেক প্রত্যক্ষদর্শীর কথা অনুসারে “সোমবার বিকেলে আমাদের দুটি ম্যাচ হচ্ছিল, একটি দাদার ইউনিয়নে এবং দ্বিতীয়টি দাদার পার্সি কলোনির মাঠে। সাওয়ালা মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে গালা রকসের হয়ে খেলছিলেন। এবং তখনই ডিপিসি গেমের ব্যাটারের পুল শট আঘাত লাগে তাঁর। বলটি তাঁর মাথার পিছনে লেগেছিল। ঠিক যেখানে অস্ট্রেলিয়ার ফিল হিউজ আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল।” ঘটনার পর পরের দিন মাটুঙ্গা ময়দানে সকালের নেট সেশন বাতিল করা হয়।