TRENDING:

Accident: ক্রিকেট খেলতে নেমেছিল ৫২ বছরের ব‍্যক্তি, বলের আঘাতে নিমেষে সব শেষ মাঠেই!

Last Updated:

Accident: মুম্বইে ক্রিকেট খেলার সময়ে বল মাথায় লেগে মৃত ৫২ বছরের এক ব‍্যক্তি। সোমবার বিকেলে মুম্বইয়ের একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে ৫২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ মুম্বইে ক্রিকেট খেলার সময়ে বল মাথায় লেগে মৃত ৫২ বছরের এক ব‍্যক্তি। সোমবার বিকেলে মুম্বইয়ের একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে ৫২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। জয়েশ সাওয়ালা, নামের মৃত ব‍্যক্তি মাটুঙ্গার দাদকার ময়দানে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করছিলেন। তখনই দাদার পার্সি কলোনি স্পোর্টিং ক্লাব মাঠে খেলা অন্য একটি ম্যাচের বলের আঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ তিরিশ বছর কথা বলেননি, রাম মন্দিরের উদ্বোধনের দিন নীরবতা ভাঙবেন ‘মৌনী মাতা’

এক সংবাদমাধ‍্যমের খবর অনুসারে একজন প্রত্যক্ষদর্শী জানায়, ‘‘সাওয়ালা কানের পেছনে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।’’

সংবাদমাধ‍্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুটি ম্যাচই ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ‘কচ্ছি ভিসা ওসওয়াল বিকাশ লিজেন্ড কাপ’-এর জন‍্য খেলা হচ্ছিল। পুলিশ রিপোর্ট দাখিল করেছে এবং ময়নাতদন্তের জন‍্য মৃতদেহ পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জয়েশ সাওয়ালা ভাইন্দরের একজন ব্যবসায়ী ছিলেন। আরেক প্রত্যক্ষদর্শীর কথা অনুসারে “সোমবার বিকেলে আমাদের দুটি ম্যাচ হচ্ছিল, একটি দাদার ইউনিয়নে এবং দ্বিতীয়টি দাদার পার্সি কলোনির মাঠে। সাওয়ালা মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে গালা রকসের হয়ে খেলছিলেন। এবং তখনই ডিপিসি গেমের ব‍্যাটারের পুল শট আঘাত লাগে তাঁর। বলটি তাঁর মাথার পিছনে লেগেছিল। ঠিক যেখানে অস্ট্রেলিয়ার ফিল হিউজ আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল।” ঘটনার পর পরের দিন মাটুঙ্গা ময়দানে সকালের নেট সেশন বাতিল করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ক্রিকেট খেলতে নেমেছিল ৫২ বছরের ব‍্যক্তি, বলের আঘাতে নিমেষে সব শেষ মাঠেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল