সূত্রের খবর, এক বন্ধুর জন্মদিন সেলিব্রেট করে গজরাউলায় তাদের বাড়ি ফিরছিলেন ওই চার বন্ধু। কিন্তু সেই বাড়ি আর ফেরা হল না। মাঝরাস্তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। যার পরিণতি হল মর্মান্তিক মৃত্যু।
আরও পড়ুন: নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? আদালতে উঠল প্রশ্ন, তুমুল চাঞ্চল্য!
কোতোয়ালি হাসানপুরের মানোটা থানা এলাকায় এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ৪ যুবকই ছিলেন পেশায় ইউটিউবার। জানা যায়, রবিবার রাতে দুটি গাড়ির মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত চার এই চার ইউটিউবাররা হলেন লাকি চৌধুরী, সালমান, শাহরুখ এবং শাহনওয়াজ।
advertisement
রক্তাক্ত অবস্থায় তাদের চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সকলকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত এই চার বন্ধু Round 2 world ইউটিউব চ্যানেলে হাসির ভিডিও তৈরি করতেন। তাঁদের সাবস্ক্রাইবার সংখ্যাও ছিল প্রচুর।