TRENDING:

Accident: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে রক্তগঙ্গা! মহিলা-শিশুদের মৃতদেহের সারি, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Accident: সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতারা জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর: মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথেই গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। ছত্তিশগড়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে সকলেই মহিলা এবং শিশু। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২৩ জনকে। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
advertisement

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতারা জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে একটি বড় গাড়ি করে ফিরছিলেন পাথরা গ্রামের বাসিন্দারা। বেমেতারা জেলার কাঠিয়া গ্রামের কাছে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অনুষ্ঠান ফেরত ওই গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে ধাক্কা মারে। আর এর ফলেই মিনি ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

advertisement

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

দুর্ঘটনার পরপরই যাত্রিবাহী গাড়িটি উল্টে যাওয়ায় গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনা বুঝেই সেখানে চলে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দলও। আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটে। বাকি আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রায়পুর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে রক্তগঙ্গা! মহিলা-শিশুদের মৃতদেহের সারি, ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল