TRENDING:

Accident: পুরী থেকে বঙ্গে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা! বাস উল্টে গুরতর আহত ২০-জনেরও বেশি, বালেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Accident:পুরী থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে মারাত্মক বাস দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালেশ্বর: পুরী থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে মারাত্মক বাস দুর্ঘটনা। যাত্রী বোঝাই গাড়িতে উল্টে গুরুতর আহত একাধিক যাত্রী। তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত। গুরুতর আহত দুই যাত্রীকে সোর হাসপাতাল থেকে বালেশ্বর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
পুরী থেকে বঙ্গে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা! বাস উল্টে গুরতর আহত ২০-জনেরও বেশি, বালেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড
পুরী থেকে বঙ্গে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা! বাস উল্টে গুরতর আহত ২০-জনেরও বেশি, বালেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড
advertisement

১৪০ জন যাত্রী নিয়ে দুটি তীর্থযাত্রী বাস দুই দিন আগে বাংলার মেদিনীপুর মোহনপুর থেকে দিঘা হয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল রাতে দুটি বাস পুরী ছেড়ে পশ্চিম মেদিনীপুর মোহনপুর যাচ্ছিল,তখন ৭০ জন যাত্রী নিয়ে দ্রুতগামী একটি বাস ১৬ নম্বর জাতীয় সড়কের রাধাবলভবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।

আরও পড়ুন: ফোনের ওয়ালপেপারে রয়েছে ঠাকুর দেবতার কোনও ছবি আছে? বাস্তুমতে এর প্রভাব কী হতে পারে? জানলে চমকে যাবেন

advertisement

আরও পড়ুন: চোখের নীচে গুরুতর আঘাত, ICU-তেই রয়েছেন খগেন! বিজেপি সাংসদকে কি নিয়ে যাওয়া হবে দিল্লিতে?

সেরা ভিডিও

আরও দেখুন
১০৮ রকমের মিষ্টি, ১৫ কেজির কদমা, ৫৬ রকমের ভোগ! জানুন 'এই' লক্ষ্মীপুজোর নিবেদনের তালিকা
আরও দেখুন

ধারণা করা হচ্ছে, বাস দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে বালেশ্বর এবং সিমুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে,এবং ১০ জনেরও বেশি আহত যাত্রী চিকিৎসার জন্য সোর হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বাসন্তী খামারি, গীতাঞ্জলি মাইতি এবং রাধাকৃষ্ণ ধীন্দা গুরুতরকে বালাসোর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্সে স্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: পুরী থেকে বঙ্গে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা! বাস উল্টে গুরতর আহত ২০-জনেরও বেশি, বালেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল