১৪০ জন যাত্রী নিয়ে দুটি তীর্থযাত্রী বাস দুই দিন আগে বাংলার মেদিনীপুর মোহনপুর থেকে দিঘা হয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল রাতে দুটি বাস পুরী ছেড়ে পশ্চিম মেদিনীপুর মোহনপুর যাচ্ছিল,তখন ৭০ জন যাত্রী নিয়ে দ্রুতগামী একটি বাস ১৬ নম্বর জাতীয় সড়কের রাধাবলভবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
advertisement
আরও পড়ুন: চোখের নীচে গুরুতর আঘাত, ICU-তেই রয়েছেন খগেন! বিজেপি সাংসদকে কি নিয়ে যাওয়া হবে দিল্লিতে?
ধারণা করা হচ্ছে, বাস দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে বালেশ্বর এবং সিমুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে,এবং ১০ জনেরও বেশি আহত যাত্রী চিকিৎসার জন্য সোর হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বাসন্তী খামারি, গীতাঞ্জলি মাইতি এবং রাধাকৃষ্ণ ধীন্দা গুরুতরকে বালাসোর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্সে স্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।