রবিবার আপ সুপ্রিমো ট্যুইট করে বলেন, ‘শকিং ঘটনা, কী করছে নির্বাচন কমিশন? ভোটিংয়ের পর এত সময় কেটে গেল তাও, মোট ভোটদানের হার প্রকাশ করতে পারল না?’ অন্যদিকে, কেজরিওয়ালের প্রশ্নের উত্তরে EC-এর জবাব, এখনও তাদের ডেটা এন্ট্রির কাজ শেষ হয়নি ৷ তাই ভোটের চুড়ান্ত হার এখনও ঘোষণা করা হয়নি ৷
উল্লেখ্য, সন্ধে ছটা পর্যন্ত ৫৭.০৬ শতাংশ দিল্লিবাসী ভোট দিয়েছে বলে খবর ৷ সেখানে রাত সাড়ে দশটায় ৬১.৪৬ শতাংশ ভোট পড়ার খবর সামনে আসে ৷ যদিও নির্বাচন কমিশন সরকারি ভাবে কোনও চুড়ান্ত ভোটের হার প্রকাশ করেনি ৷ শুধু কেজরিওয়াল নন, আপ নেতা সঞ্জয় সিংও বলেছেন, ‘কাল দিল্লির নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু ৭০ বছরে প্রথম এমন ঘটনা ঘটেছে যে নির্বাচন কমিশন চুড়ান্ত মতদানের হার জানাতেই চাইছে না ৷ এর মানেই ডাল মে কুছ কালা হ্যায়, অর্থাৎ ভিতরে কোনও খেলা চলছে ৷’
advertisement
ইতিমধ্যেই দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কারচুপির চেষ্টা চালাচ্ছে ৷ নির্বাচন কমিশন ইভিএম নিয়ে সতর্ক বা যত্নবান নন ৷ পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেই বলে অভিযোগ ৷ এই বক্তব্যের সমর্থনে আপ নেতা সঞ্জয় সিং দুটি ভিডিও প্রকাশ করেন ৷ যার একটিতে রয়েছে কোনও নিরাপত্তা ছাড়াই গাড়িতে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম ৷ অন্যটিতে, সুরক্ষা বলয়ের কোনও বালাই নেই, ইভিএম হাতে নিয়ে ঘুরছেন নির্বাচনী আধিকারিক ৷
এরপরই গণনার দিন পর্যন্ত স্ট্রংরুমে বাড়তি প্রহরার আয়োজন আপ-এর ৷ দিল্লির ৩০টি স্ট্রংরুমে আম আদমি পার্টি কর্মীরা গণনার মুহূর্ত পর্যন্ত পাহারাই থাকবেন ৷ জয়ের মধ্যে ফাঁক রাখতে চাইছে না আপ, তাই ফলাফল ঘোষণা হওয়ার চুড়ান্ত মুহূর্ত পর্যন্ত বাড়তি সতর্ক আপ ৷ ৮ তারিখ ৭০টি বিধানসভা আসনে ভোট সম্পন্ন হয়েছে দিল্লিতে ৷ পদ্ম বা ঝাড়ু কে আসতে চলেছে রাজধানীর মসনদে তা জানা যাবে ১১ তারিখ মঙ্গলবার, ভোট গণনার পর ৷ সমস্ত বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস ৫০-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে কেজরিওয়াল সরকার ৷