আগামী ১৪ তারিখ গোয়ায় বিধানসভা ভোট। সেই ভোটে তৃণমূল কংগ্রেস জোট করে বিধানসভা ভোটে লড়াই করছে৷ ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। ভোট প্রচারেও নেমে পড়েছে তারা। কোভিড পরিস্থিতির কারণে বড় বড় সভা বা মিছিল করতে না পারলেও, তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে। এছাড়া একাধিক ট্যাবলো ব্যবহার করা হয়েছে প্রচারে। ইতিমধ্যেই গৃহ লক্ষ্মী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক ইস্যু নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারে এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে আরব সাগরের তীরে লড়াই শুরু করছে তৃণমূল।
advertisement
আরও পড়ুন: BJP ছাড়লেন সুদীপ রায় বর্মণ, সঙ্গে বিধায়ক পদও! দিল্লিতে গিয়ে গন্তব্য কি তৃণমূল?
অন্যদিকে গোয়ায় প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ এসেছে। তৃণমূলের অভিযোগ ভাস্কো দ্য গামায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হোর্ডিং সহ একাধিক পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, একাধিকবার এমন ঘটনা ঘটেছে৷ পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি৷ পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূলকে গোয়ায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: সোমবার সেই 'জরুরি' সফর মমতার, বিকেল থেকেই শুরু 'খেলা'!
অন্যদিকে ভোটের আগেই একের পর এক নেতা দল ছেড়ে যাওয়ায় একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। তৃণমূল সূত্রে খবর, আজ সন্ধ্যায় গোয়া পৌছে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ রাতেই দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি । পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এর মধ্যে গোয়ায় ভোটের ময়দানে কোমর বেঁধে লড়াই করতে নেমেছে তৃণমূল। বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সে রাজ্যে যাতায়াত করেছে। গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকও গিয়েছেন একাধিকবার। গোয়া তৃণমূলের পক্ষ থেকে প্রতিদিনই নানারকম প্রচার অভিযানের আয়োজন চলছে। নানা সময়ে বিভিন্ন মহল থেকে যোগদানের কর্মসূচিও হয়েছ। সেখানেই এ বার শেষ মুহূর্তের অবস্থা খতিয়ে দেখতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।