TRENDING:

Abhishek Banerjee: দিল্লিতে ‘বিগ ডে’র আগে জোর প্রস্তুতি! বাসে, ট্রেনে, প্লেনে দিল্লি পৌঁছচ্ছেন তৃণমূলের নেতারা

Last Updated:

ইতিমধ্যেই ৫০ লক্ষ শ্রমিকের চিঠি বকেয়া আদায়ের দাবি নিয়ে পৌঁছে গিয়েছে রাজধানীতে। তার মধ্যে কিছু  চিঠি যাবে সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে এবং কিছু চিঠি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দফতরে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার থেকে দিল্লিজুড়ে শুরু হচ্ছে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। ইতিমধ্যেই দিল্লিতে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা৷ আগামনকাল ২ এবং ৩ অক্টোবর পশ্চিমবঙ্গের মনরেগা-সহ অন্যান্য প্রকল্পের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা কর্মসূচি পালিত হতে চলেছে। যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কৃষি ভবনের সামনেও বকেয়া টাকা আদায়ের দাবিতে চলবে ধরনা। শনিবার থেকেই দিল্লিতে পৌঁছতে শুরু করে দিয়েছেন দলের নেতা, কর্মী থেকে মনরেগার শ্রমিকরা। তারজন্যও প্রস্তুতি পর্ব প্রায় সেরে ফেলেছেন তৃণমূল নেতৃত্ব।
advertisement

ইতিমধ্যেই ৫০ লক্ষ শ্রমিকের চিঠি বকেয়া আদায়ের দাবি নিয়ে পৌঁছে গিয়েছে রাজধানীতে। তার মধ্যে কিছু  চিঠি যাবে সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে এবং কিছু চিঠি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দফতরে যাবে। তৃণমূলের দাবি, ১০০ দিনের কাজের বকেয়া প্রায় সাড়ে  ৭ হাজার কোটি টাকা এবং আবাস প্রকল্পের অন্তর্গত প্রায় ৮ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। আর সেই উদ্দেশ্যেই ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি অবরোধে আসতে চলেছেন তৃণমূল নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: ‘মানুষ চাকরি পাচ্ছে না..আর ক্লাব পিছু ৭০ হাজার!’, আদালতে বিস্ফোরক বিচারপতি, তুমুল ভর্ৎসনা

কর্মসূচির কারণে দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দিল্লিতে উপস্থিত বাধ্যতামূলক করা হয়েছে। ১ অক্টোবরের মধ্যে দলের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, রাজ্যের মন্ত্রী, পুরসভার কাউন্সিলরদের দিল্লি পৌঁছতে বলা হয়েছে। ২ অক্টোবর সকালে রাজঘাটে গান্ধিজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করবে তৃণমূল কংগ্রেস। মোট ২২ জন সাংসদের রাজঘাটে যাওয়ার কথা। এছাড়া, বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক নেতা-কর্মীদের ভিড় জমতে শুরু করে দিয়েছেন দিল্লিতে। শাসকদল সূত্রের খবর, রবিবার রাতে বাসে রওনা হওয়া ব্যক্তিরাও সকলে দিল্লি চলে আসবেন৷

advertisement

আরও পড়ুন: এখনই রেহাই নেই! এই সমস্ত জেলায় নাগাড়ে বৃষ্টি, পুজোর শপিংয়ে বেরনোর আগে জেনে নিন ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে এই চূড়ান্ত প্রস্তুতির মাঝে নাকি দেখাই মিলছে না কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিংয়ের। এ প্রসঙ্গে তৃণমূলের প্রবীণ সাংসদ তথা লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং কোথায়? তাঁকে খুঁজছেন বাংলার মনরেগার কাজের টাকা না পাওয়া শ্রমিকরা।” ইতিমধ্যেই গিরিরাজ সিংয়ের দফতর জানিয়েছে ওই সময় মন্ত্রী থাকবেন না৷ তবে তৃণমূলের দাবি, মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে তাঁদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: দিল্লিতে ‘বিগ ডে’র আগে জোর প্রস্তুতি! বাসে, ট্রেনে, প্লেনে দিল্লি পৌঁছচ্ছেন তৃণমূলের নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল