TRENDING:

Abhishek Banerjee: কখনও গাড়ির ছাদে উঠলেন, কখনও পা রাখলেন ফুটবলে, অভিষেকের যাত্রায় ইটাহারের ভিড় ছাপিয়ে গেল নওদায়!

Last Updated:

এদিন মুর্শিদাবাদের বেলডাঙায় ফুটবলও খেলেন তিনি৷ কথা বলেন তরুণ খেলোয়াড়দের সঙ্গে৷ আশ্বাস দেন সবসময় তাঁদের পাশে থাকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: জনসংযোগ যাত্রা শুরু কোচবিহার থেকে। মালদহ হয়ে তা এখন মুর্শিদাবাদে৷ ইটাহারে প্রথম দেখা গিয়েছিল গাড়ির ছাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর গাড়ি ঘিরে প্রচুর কর্মী সমর্থক। তবে সেই ভিড়ের রেকর্ড ভাঙল মুর্শিদাবাদে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর রোড শো’য়ে বহু মানুষের ভীড় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
advertisement

মুর্শিদাবাদ সফরের তৃতীয় দিনে ভিড় দেখে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নওদায় রোড শো করে তিনি জানান, ‘‘আজ, মুর্শিদাবাদের নওদায় রোড শো-এর নয়া সংজ্ঞা সৃষ্টি হতে দেখেছিলাম! সমস্ত আগাম হিসেব-নিকেশ ওলট-পালট করে #JonoSanjogYatra-র ত্রয়োদশতম দিনের এই রোড শো-এ দলে দলে অংশগ্রহণ করেছিলেন কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছিলাম, জনস্ফীতি লাগাতার বাড়ছে!’’

advertisement

আরও পড়ুন: দুর্ঘটনায় তছনছ হয়ে গিয়েছিল জীবন! হাত-পা ছাড়া শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরেই আজ IIM-এ এই তরুণ

এই বিপুল জনসমাগমকে বারবার হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় অভিষককে। তিনি বলেন, ‘‘আজ নওদাবাসী আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। আমি নিশ্চিত, আসন্ন নির্বাচনের পর ‘মানুষের পঞ্চায়েত’গঠিত হচ্ছেই।’’

এদিন মুর্শিদাবাদের বেলডাঙায় ফুটবলও খেলেন তিনি৷ কথা বলেন তরুণ খেলোয়াড়দের সঙ্গে৷ আশ্বাস দেন সবসময় তাঁদের পাশে থাকার৷ বলেন, ‘‘এই প্রতিভাবান ছেলে-মেয়েরাই বাংলার ক্রীড়া জগতের ভবিষ্যৎ। ওদের দু’চোখে অনেক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতি মুহূর্তে পরিশ্রম ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই তরুণের দল। এই লড়াইয়ে আমি ওদের পাশে থাকবই। সবরকমভাবে সহযোগিতা করব। এই তরুণদের ক্রীড়ামনস্কতা ও প্রত্যয় যে-কোনও বাধা, বিপত্তি পেরিয়ে যাওয়ার শক্তি জোগায়। বাংলার প্রতিটি কোণায় এই মানসিকতার প্রসার ঘটাব আমরা।’’

advertisement

আরও পড়ুন:মহিলাদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ! জারি হল অঙ্গনওয়াড়িতে নিয়োগের বিজ্ঞপ্তি

এদিন রেজিনগরেও একটি রোড শো করেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ #TrinamooleNaboJowar যে সকল বঙ্গবাসীর হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে, আজ আরও একবার তার প্রমাণ পেলাম। সেই সাক্ষ্য বহন করেই মুর্শিদাবাদের রেজিনগরের পথ ধরে এগিয়ে গিয়েছিল আমাদের রোড শো। আমি ছিলাম একেবারে সামনের দিকে। সেখান থেকে রোড শো’র শেষের অংশ দৃশ্যতই খুঁজে পাওয়া যাচ্ছিল না! এতটাই দীর্ঘ ছিল সেই আয়োজন! ভালবাসা এবং সমর্থন দুই উজাড় করে দিয়েছেন এখানকার মানুষ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

পথের দু’ধারে উপস্থিত জনতার সঙ্গে সৌহার্দ্য বিনিমিয় করেন অভিষেক৷ এদিন কর্মসূচির সূচনা হয়েছিল ভগবানগোলায় সাংগঠনিক বৈঠক দিয়ে। তার পরে তিনি যান জিয়াগঞ্জে। কথা বলেন স্থানীয়দের সাথে।

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: কখনও গাড়ির ছাদে উঠলেন, কখনও পা রাখলেন ফুটবলে, অভিষেকের যাত্রায় ইটাহারের ভিড় ছাপিয়ে গেল নওদায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল