অন্যদিকে সিবিআই সূত্রের দাবি, তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দিচ্ছে। গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইটারে লেখেন, “আমায় টার্গেট করে, হেনস্তা করার জন্যই এটা করা হয়েছে। সিবিআই আর ইডিকে দিয়ে বিজেপি যে আদালত অবমানমা করাচ্ছে, তা স্পষ্ট হয়ে গেল। কলকাতা হাই কোর্টের অর্ডারের উপর আজ সকালেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তারপরও আজ ১টা ৪৫ মিনিটে আমার হাতে এই সমন ধরানো হয়েছে।”
advertisement
নোটিসের যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে তারিখের জায়গায় ১৬ এপ্রিল থাকলেও অভিষেক যে ১৭ এপ্রিল বেলা ১.৪৫ মিনিটে নোটিশটি হাতে পেয়েছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন। সোমবার সকালেই সুপ্রিম কোর্টে স্বস্তি পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি। সোমবার বেলা ১.৪৫টা নাগাদ হাজিরার নোটিশ পান অভিষেক। আর এই নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "অভিষেক আতঙ্কে বিজেপি ভুগছে। যে ভাবে তাঁকে নিয়ে মাথা ঘামাচ্ছে, বিজেপি বুঝতে পারছে পথের কাঁটা তৃণমূল। এখানের চার আনা নেতারা, দিল্লির নেতারা ও একজন সম্মানজনক চেয়ারে বসে থাকা ব্যক্তির উইশলিস্টেও যোগ হয়েছে। যদিও আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অভিষেককে এখনই ডাকা যাবে না। সুপ্রিম কোর্ট অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আর যারা নোটিশের আনন্দে উদ্বেল, তাদের জানাই, অভিষেককে যে নোটিশ দেওয়া হয়েছে, তার সঙ্গে তদন্তের প্রকৃত অর্থে সম্পর্ক নেই৷ হাইকোর্ট বিচারপতির কমপ্লায়েন্সে এই নোটিশ দেওয়া হয়েছে৷ ১৩ তারিখ যে অর্ডার দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতেই নোটিশ। তবে এই মুহূর্তে এর আইনত বৈধতা নেই।"
আরও পড়ুন, প্রবল গরমে বাড়ির বয়স্কদের কথা ভাবুন! কীভাবে সুস্থ রাখবেন, জেনে নিন কিছু টিপস
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
তিনি আরও বলেন, "সিবিআইকে বলছি, তোমাদের এত তাড়া থাকলে, এফআইআরে নাম থাকা শুভেন্দুকে কেন জেরা করা হচ্ছে না। বিজেপিই তো বলেছিল শুভেন্দু চোর। এফআইআরে নাম থাকা তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি যেতে পারেন। আর বিজেপি নেতার কাছে যেতে পারে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। জুডিশিয়ারির প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।"