TRENDING:

Abhishek Banerjee: ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় নেই, মত অভিষেকের! নাম না করে কংগ্রেস নেতাদের কী পরামর্শ?

Last Updated:

অভিষেক প্রথম নয়, এর আগে ইন্ডিয়া জোটের আর এক শরিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একের পর এক নির্বাচনে ইভিএম-এ কারসাজির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ যদিও কংগ্রেসের এই অভিযোগকে বার বারই ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ এবার ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য নাম না করে কংগ্রেসকেই বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জোটসঙ্গীর নাম না করে কংগ্রেস নেতাদের অভিষেকের পরামর্শ, শুধু মুখে অভিযোগ না তুলে ইভিএম-এ গোলমালের প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হোক৷
ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ মানলেন না অভিষেক৷
ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ মানলেন না অভিষেক৷
advertisement

এ দিন সংসদ ভবনের বাইরে অভিষেক বলেন, ‘যাঁরা ইভিএম নিয়ে অভিযোগ করছেন, তাদের উচিত ইভিএম-এ কী সমস্যা আছে তার একটি নমুনা নির্বাচন কমিশনে গিয়ে দেখাতে৷ শুধু খামখেয়ালি অভিযোগ করলে হবে না৷ প্রমাণ হিসেবে ইভিএম-এ গোলমালের কোনও ভিডিও থাকলে তা কমিশনে জমা দেওয়া উচিত৷ কমিশন তো সবাইকেও ডেকেছিল৷’

আরও পড়ুন: কড়া নিন্দা করে বিবৃতি তৃণমূলের, বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফিরহাদ?

advertisement

নিজের অভিজ্ঞতা থেকে অভিষেক আরও বলেন, ‘আমি একেবারে নিচুতলায় থেকে নির্বাচন পরিচালনা করেছি৷ মক পোলের সময় বুথ কর্মীরা ইভিএম পরীক্ষা করেন৷ ভোট গণনার সময় ১৭সি ফর্মও মিলিয়ে দেখা হয়৷ আমার মনে হয় না ইভিএম-এ সমস্যা সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্ত্বা রয়েছে৷’

অভিষেক অবশ্য বলেছেন, এর পরেও যদিও কারও মনে হয় যে ইভিএম সত্যিই হ্যাক করা সম্ভব, তাহলে কোনও প্রযুক্তি অথবা ম্যালওয়্যার ব্যবহার করে তা করা সম্ভব, নির্বাচন কমিশনে গিয়ে তা দেখিয়ে আসা উচিত৷ সেটাও সম্ভব না হলে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে নাম না করে কংগ্রেস নেতাদের আন্দোলনে নামার পরামর্শও দিয়েছেন অভিষেক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

তবে অভিষেক প্রথম নয়, এর আগে ইন্ডিয়া জোটের আর এক শরিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন৷ ফলে ইভিএম ইস্যুতে ইন্ডিয়া জোটের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ছে কংগ্রেস৷

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় নেই, মত অভিষেকের! নাম না করে কংগ্রেস নেতাদের কী পরামর্শ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল