TRENDING:

পরিণীতি চোপড়ার বরের মাথায় কাকের হামলা, রাঘবের ছবি ভাইরাল করল বিজেপি!

Last Updated:

Raghav chadda: পরিণীতির বরের মাথায় কাকের ঠোক্কর! তার উপর আক্রমণ বিজেপির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বর্ষা অধিবেশনে যোগ দিতে সংসদে গিয়ে বিড়ম্বনার শিকার আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিজেপিও তাঁর সেই ছবি টুইট করে লিখেছে, “ঝুট বোলে কাউয়া কাটে। এতদিন পর্যন্ত আমরা স্রেফ শুনেছিলাম। আজ দেখেও নিলাম।”
advertisement

হিন্দিতে ঝুট বোলে কাউয়া কাটে প্রবাদ রয়েছে। অর্থাৎ যে মিথ্যে কথা বলবে, তাকে কাক ঠোকরাবে। রাঘব চাড্ডা এদিন সংসদে একাধিক বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন। সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদিরও।

আরও পড়ুন- অবশেষে সুখবর! ৩০ টাকা/কেজি দরে মিলবে টমেটো! তারিখ নোট করুন শিগগিরই

সংসদ থেকে বেরনোর পরই তাঁর মাথায় ঠোক্কর দিয়ে যায় একটি কাক। সেই মুহূর্তের ছবিও ওঠে। আর তা নিমেশে ভাইরাল হয়ে যায়। বিজেপি সুযোগ ছাড়েনি। সেই ছবি টুইট করে লেখে- মিথ্যে কথা বলায় রাঘবের উপর কাকের এই হামলা হয়েছে।

advertisement

এই টুইটের উপযুক্ত জবাব দিয়েছেন রাঘব চাড্ডাও। বিজেপির ওই টুইটের পাল্টা দিয়েছেন তিনি। তবে রাঘবের সেই ছবি নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না নেটিজেনরা।

আপ সাংসদ রাঘবের ছবিটি মঙ্গলবারের। রাজ্যসভার অধিবেশনে অংশগ্রহণের পর বাইরে বেরিয়ে ফোনে কথা বলছিলেন তিনি। তখনই এদিক ওদিক উড়তে উড়তে একটি কাক তাঁর মাথার উপর চলে আসে। আচমকাই তাঁকে ঠোক্কর দেওয়ার চেষ্টা করে। রাঘব সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কোনওমতে রক্ষা পান। তাঁর কোনো ক্ষতি হয়নি।

advertisement

আরও পড়ুন- ভারী বৃষ্টির সতর্কতা, হাতের কাছে ছাতা না রাখলেই নয়!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই লোকজন নানারকম মন্তব্য করতে শুরু করেছে। একজন লিখেছেন, “গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ”। আরেকজন লিখেছেন, এটি আপ-এর জন্য অশুভ লক্ষণ।

বাংলা খবর/ খবর/দেশ/
পরিণীতি চোপড়ার বরের মাথায় কাকের হামলা, রাঘবের ছবি ভাইরাল করল বিজেপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল