TRENDING:

Guwahati Municipal Elections 2022: লক্ষ্য অসম, শুক্রবার গুয়াহাটিতে বড় পরীক্ষা আম আদমি পার্টির

Last Updated:

শুক্রবার অসমের রাজধানী গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডে ভোটগ্রহণ৷ এর মধ্যে ৩৯টি ওয়ার্ডেই লড়াই করছে আপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: উত্তর ভারতে তাদের জনপ্রিয়তা বাড়ছে৷ দিল্লির পর পঞ্জাবেও ক্ষমতায় চলে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের দল৷ এবার উত্তর পূর্ব ভারতেও নিজেদের উপস্থিতি জোরালো করতে চায় আম আদমি পার্টি৷ আর সেই লক্ষ্যে তাদের প্রথম পরীক্ষা হতে চলেছে গুয়াহাটি পুরসভার নির্বাচন৷
এবার অসমে পরীক্ষা আপ-এর৷  Photo-PTI
এবার অসমে পরীক্ষা আপ-এর৷ Photo-PTI
advertisement

শুক্রবার অসমের রাজধানী গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডে ভোটগ্রহণ৷ এর মধ্যে ৩৯টি ওয়ার্ডেই লড়াই করছে আপ৷ অসমেও কংগ্রেসকে পিছনের সারিতে ঠেলে মুখ্য বিরোধী দল হিসেবে উঠে আসাই প্রাথমিক লক্ষ্য অরবিন্দ কেজরিওয়ালের দলের৷

আরও পড়ুন: ২২ তারিখ বিজেপি-র পরীক্ষা, একচ্ছত্র জয় নাকি দাঁত ফোটাবে বিরোধীরা?

প্রথম বার অসমে কোনও নির্বাচনে লড়েই ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী অসমের আপ নেতারা৷ অসমে আম আদমি পার্টির কো- অর্ডিনেটর এবং জাতীয় কর্মসমিতির সদস্য ভবেন চৌধুরীর কথায়, 'ভাল ফল করার বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী৷ শাসদ দল বিজেপি-ও স্বীকার করে নিয়েছে, এই নির্বাচনে আমরাই দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছি৷' তাঁর দাবি, অসমের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আপ-কে সমর্থন করছেন৷ প্রচারের সময়ই সাধারণ মানুষ আপ কর্মী- সমর্থকদের সাদরে অভ্যর্থনা জানিয়ে তা প্রমাণ করে দিয়েছেন বলে দাবি করেছেন ভবেন চৌধুরী৷

advertisement

আরও পড়ুন: জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদদের ঢুকতে বাধা, অন্য দলকে অনুমতি, অভিযোগ মারাত্মক

ওই আপ নেতার আরও দাবি, যে ওয়ার্ডগুলিতে আম আদমি পার্টি প্রার্থী দেয়নি, সেখানকার বাসিন্দারা তাঁদের অফিসে এসে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন৷ সবমিলিয়ে ১৫৯ জন আপ প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ এই পরিসংখ্যান থেকেই অসমে আপ-এর বাড়তে থাকা জনপ্রিয়তা সম্পর্কে আন্দাজ পাওয়া যায় বলে দাবি করেছেন ওই আম আদমি পার্টি নেতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সম্প্রতি অসমের তিনসুকিয়া এবং লখিমপুর পুরসভার নির্বাচনে দু'টি ওয়ার্ডে জয়ী হয় আপ৷ তার পরেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা৷ গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫৪টিতে লড়াই করছে কংগ্রেস৷ বিজেপি ৫৩টি আসনে লড়াই করছে, বাকি ছ'টি আসনে লড়ছে তাদের সহযোগী দল অসম গণ পরিষদ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Guwahati Municipal Elections 2022: লক্ষ্য অসম, শুক্রবার গুয়াহাটিতে বড় পরীক্ষা আম আদমি পার্টির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল