আরও পড়ুন- বিহারে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির গড়তে ২.৫ কোটির জমি দান করলেন মুসলিম পরিবার!
পূর্ব দিল্লির গান্ধিনগর বিধানসভায় বারেবারেই নালা উপচে যাওয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে (MCD Election 2022) এবার বিজেপিকে হারিয়ে জিততে মরিয়া আম আদমি পার্টি (AAP)। বিজেপির বিরুদ্ধে পুরভোট পিছিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও এনেছে আপ। এই বছরই এপ্রিল মাসে পুরসভার ভোট হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার তা স্থগিত করে দেয়। কেন্দ্রের লক্ষ্য দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হবে। মঙ্গলবার এই বিষয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটে একটি বিলও পাস হয়ে গিয়েছে।
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল লোকসভায় চলতি বাজেট অধিবেশনেই পেশ করা হবে বলে সূত্রের খবর। বিগত পনেরো বছর ধরে এই পুরসভা নিজেদের দখলে রেখেছে বিজেপি। আপের অভিযোগ, বিশেষ করে পঞ্জাবে আম আদমি পার্টির (AAP) বিপুল জয়ের পরে হেরে যাওয়ার ভয়েই পুরভোট পিছিয়ে দিতে চাইছে বিজেপি।
আরও পড়ুন- পুরীর আদলেই দিঘায় চোখ ধাঁধানো জগন্নাথ মন্দির গড়ছে রাজ্য সরকার, খরচ ১২৮ কোটি টাকা
অন্যদিকে, এই মাসের গোড়ার দিকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে কর্পোরেশন নির্বাচন আয়োজনে দেরি না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছেন। “প্রধানমন্ত্রী, সরকার আসবে, সরকার যাবে, আপনিও থাকবেন না, আমিও না। কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলোকে আলগা হতে দেবেন না। দিল্লির মিউনিসিপাল নির্বাচন স্থগিত করবেন না,” একটি ভিডিওবার্তায় বলেছিলেন কেজরিওয়াল।