আরও পড়ুন- ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে, দাবি কেজরিওয়ালের
AAP-এর জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং দাবি করেছেন, যে কীভাবে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার জাতীয় রাজধানীতে সরকারকে পতন ফেলতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে তা তিনি প্রমাণ করে দিতে পারেন। “দিল্লির বিধায়কদের ভাঙার চেষ্টা শুরু হয়েছে, বিজেপি মণীশ সিসোদিয়াকে ‘শিন্ডে’ বানানোর চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছে,” দাবি তাঁর। সঞ্জয়ের অভিযোগ, “বিজেপি সদস্যরা আপ বিধায়কদের হুমকি দিচ্ছেন। বিজেপি বলছে ‘আমাদের ২০ কোটি টাকার অফার নাও নাহলে সিসোদিয়ার মতো সিবিআই মামলার মুখোমুখি হও।”
advertisement
সঞ্জয় সিং জানান বিধায়ক অজয় দত্ত, সঞ্জীব ঝা, সোমনাথ ভারতী এবং কুলদীপ কুমারের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতারা যোগাযোগ করেছেন। “তাঁরা বিজেপিতে যোগ দিলে প্রত্যেককে ২০ কোটি টাকা এবং অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে আসলে ২৫ কোটি টাকার অফার দেওয়া হয়েছে,” বলেন সঞ্জয় সিং।
আরও পড়ুন- অবিশ্বাস্য ফুটেজ! ঘুমন্ত স্ত্রীকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে, ২ সন্তানকে কোলে নিয়ে ফেরার স্বামী
“একজন বিজেপি নেতা আমাকে বলেছিলেন, যাই হোক না কেন আমরা দিল্লি সরকারের পতন ঘটাব,” বলেন সোমনাথ ভারতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় সিং বলেন, “আপনি নিশ্চয়ই হুমকি দিয়েছেন এবং অনেক রাজ্যে সরকার ফেলেছেন, কিন্তু এটা দিল্লি। এখানে জনগণ কেজরিওয়ালকে তিনবার বেছে নিয়েছে।”
মণীশ সিসোদিয়া সিবিআইয়ের অপব্যবহার এবং টাকার টোপ দিয়ে আপ বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে বিজেপিকে সতর্ক করেছেন। মণীশ জানান, আপ কর্মীরা জীবন ‘ত্যাগ’ করবেন কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না কারণ তাঁরা ‘সৈনিক’, তাঁরা অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের অনুগামী।