TRENDING:

Raghav Chadha| 'আমায় বিয়ে করবেন?' প্রচারে বেরলেই এই আপ প্রার্থীকে ঘিরে ধরছেন মহিলারা

Last Updated:

বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব৷ ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন৷ রাঘব ব্যাচেলার৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে রাঘব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে রাজেন্দ্রনগরে বিধানসভায় আম আদমি পার্টি-র প্রার্থী রাঘব চাড্ডা৷ ৩১ বছর বয়সি এই তরুণ রাজনীতিবিদে 'ফিদা' মহিলারা৷ ইতিমধ্যেই প্রচারের সময় একর পর এক বিয়ের প্রস্তাব পেতে শুরু করে দিয়েছেন তিনি৷ তবে এই জনপ্রিয়তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা এখনও বলা যাচ্ছে না৷
advertisement

বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব৷ ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন৷ রাঘব ব্যাচেলার৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে রাঘব৷ আপ-এর ৩৯ জন তারকা প্রচারকের মধ্যে একজন তিনিও৷ ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার৷

রাঘব চাড্ডা

advertisement

রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন মহিলারা৷ সম্প্রতি ট্যুইটারে রাঘবকে এক মহিলা বিয়ের প্রস্তাব দেন৷ সেই মহিলাকে রাঘবের উত্তর, 'অর্থনীতির অবস্থা ভালো নয়৷ এটা বিয়ে করার সঠিক সময় নয়৷'

এখানেই শেষ নয়৷ সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে৷ সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, 'আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাঘব গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বার তাঁর বিপক্ষে লড়ছেন বিজেপির আর পি সিং। তিনি বিজ্ঞাপন জগতের মানুষ। আর আছেন কংগ্রেসের রকি তুসিদ। তাঁর বয়স ২৫। দিল্লির বিধানসভা ভোটে তিনিই সবচেয়ে কমবয়সী প্রার্থী।

বাংলা খবর/ খবর/দেশ/
Raghav Chadha| 'আমায় বিয়ে করবেন?' প্রচারে বেরলেই এই আপ প্রার্থীকে ঘিরে ধরছেন মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল