বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব৷ ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন৷ রাঘব ব্যাচেলার৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে রাঘব৷ আপ-এর ৩৯ জন তারকা প্রচারকের মধ্যে একজন তিনিও৷ ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার৷
advertisement
রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন মহিলারা৷ সম্প্রতি ট্যুইটারে রাঘবকে এক মহিলা বিয়ের প্রস্তাব দেন৷ সেই মহিলাকে রাঘবের উত্তর, 'অর্থনীতির অবস্থা ভালো নয়৷ এটা বিয়ে করার সঠিক সময় নয়৷'
এখানেই শেষ নয়৷ সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে৷ সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, 'আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম৷'
রাঘব গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বার তাঁর বিপক্ষে লড়ছেন বিজেপির আর পি সিং। তিনি বিজ্ঞাপন জগতের মানুষ। আর আছেন কংগ্রেসের রকি তুসিদ। তাঁর বয়স ২৫। দিল্লির বিধানসভা ভোটে তিনিই সবচেয়ে কমবয়সী প্রার্থী।