পুলিশ সূত্রে খবর, ১৮ মে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে আফতাব। তারপরে গুগল করে সে। সেখানে কীভাবে দেহ লোপাট করতে হয়, সেই বিষয়ে সন্ধান করে আফতাব। তারপরেই ধারালো সরঞ্জামগুলির সাহায্যে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে আফতাব। টুকরোগুলো যাতে পচন না ধরে তার জন্য ৩০০ লিটারের একটি ফ্রিজ নিয়ে এসেছিল আফতাব। সেই ফ্রিজেই টুকরোগুলি সংরক্ষণ করে রেখেছিল আফতাব। তারপরে প্রায় ১৮ দিন ধরে বিভিন্ন জায়গায় সেই টুকরো গুলি ফেলে দিয়ে আসত আফতাব।
advertisement
অন্যদিকে পুনাওয়ালা পলিগ্রাফ পরীক্ষার দ্বিতীয় সেশনের জন্য হাজির হয় শুক্রবার৷ দিল্লির একটি ফরেনসিক ল্যাবে দুপুর ১২টা থেকে চলে এই পরীক্ষা৷ শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল আফতাব পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা৷ দিল্লি পুলিশ সূত্রে ও ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা পরীক্ষার ফলকে প্রভাবিত করতে পারে৷ তাই পুরোপুরি সুস্থ না হলে কোনওভাবেই পরীক্ষা করা যাবে না। বৃহস্পতিবারের পরীক্ষা অবশেষে হয় শুক্রবার৷