TRENDING:

বিমানে উঠতেও বাধ্যতামূলক আধার!

Last Updated:

আধারের ইউনিক ১২ নম্বরের উপর নির্ভর করবে আপনার বিমান সফর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার বিমানে উঠতে শুধু টিকিট নয়, সবার আগে দরকার ১২টি অনন্য নম্বর ৷ আধারের ইউনিক ১২ নম্বরের উপর নির্ভর করবে আপনার বিমান সফর ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, ট্রেনের টিকিট বুকিংয়ের মতো এবার প্লেনে চড়তে গেলেও আধার কার্ডের প্রয়োজন ৷ অদূর ভবিষ্যতে বিমান সফরের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷ সম্প্রতি একটি সরকারি নির্দেশে তেমন ইঙ্গিতই মিলেছে ৷
advertisement

কেন্দ্রের তরফে সম্প্রতি এক IT সংস্থাকে একটি কাজের বরাত দেওয়া হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী, দেশের সব বিমানবন্দরে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য ভান্ডার তৈরি ও তার অ্যাকসেস পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছে সরকার ৷ পরিকল্পনা অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে সংস্থাটিকে ৷ সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷

advertisement

এই পরিকল্পনা অনুযায়ী এরপর থেকে দেশের সমস্ত বিমানবন্দরে অন্তর্দেশীয় বিমানে যাত্রার সময় পরিচয়পত্রের ফটোকপি দেখানোর বদলে আঙুলের ছাপ দিয়ে পরিচয় দিতে হবে ৷ নাগরিকদের আধার নম্বরেই সংরক্ষিত সমস্ত বায়েমেট্রিক তথ্য ৷ বিমানবন্দরে প্রবেশ থেকে চেকইন সমস্তই হবে নির্দিষ্ট স্থানে লাগানো টাচপ্যাডে বুড়ো আঙুলের ছাপের মাধ্যমে ৷

বহুদিন ধরেই বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবং যাত্রীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের বায়োমেট্রিক তথ্য ভান্ডারকে ব্যবহার করার কথা ভাবছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ এতে জঙ্গি হামলার আশঙ্কা এড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের তথ্য সংরক্ষণেও অনেক সুবিধা হবে ৷

advertisement

একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হচ্ছে আধার কার্ডকে ৷ সম্প্রতি লোকসভায় অর্থবিল নিয়ে এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচয় পত্র ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, ট্রেনে টিকিট কাটা থেকে আয়কর দাখিল, এমনকী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পেতেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ এবার বিমানেও আধার বাধ্যতামূলক ঘোষণা হতে বাকি আর কয়েকটি ধাপ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে উঠতেও বাধ্যতামূলক আধার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল