TRENDING:

Woman Harassed in ambulance: অ্যাম্বুলেন্সে হেনস্থার শিকার মহিলা, অক্সিজেনের অভাবে মৃত স্বামী, নারী নির্যাতনের আরও এক ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে

Last Updated:

বাড়ি যাওয়া পথেই লজ্জাজনক কাণ্ডটি ঘটে৷ মহিলাটি অভিযোগ করেছেন, তাঁকে সামনের সিটে বসতে বাধ্য করা হয়৷ তারপর তাকে হেনস্থা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজীপুর: আরজি কর কাণ্ডে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাস্তায় নেমেছে অগুণিত মানুষ৷ রাজ্য-দেশ জুড়ে একের পর এক আন্দোলন আছড়ে পড়ছে৷ কিন্তু নারী নির্যাতনের মতো নক্কারজনক ঘটনায় কোনও বিরাম ঘটছে না৷ ২৯ অগাস্ট, উত্তর প্রদেশের আরও এক নারী হেনস্থার লজ্জাকর ঘটনা ঘটেছে৷
অসুস্থ স্বামীকে বাড়ি ফিরিযে নিয়ে যাওযার সময় অ্য়াম্বুলেন্সে হেনস্থার শিকার এক মহিলা (Representative image)
অসুস্থ স্বামীকে বাড়ি ফিরিযে নিয়ে যাওযার সময় অ্য়াম্বুলেন্সে হেনস্থার শিকার এক মহিলা (Representative image)
advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুরের ইন্দিরানগর এলাকায়৷ মহিলা অভিযোগ করেন তাঁর স্বামী গুরুতর অসুস্থ ছিলেন৷ অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সঙ্গে ছিলেন তিনি ও তাঁর ভাই৷ হঠাৎই অ্যাম্বুলেন্সের চালক মহিলাটিকে যৌন হেনস্থা করার চেষ্টা করে৷ প্রতিরোধ করার চেষ্টা করলে স্বামীর অক্সিজেন সাপোর্ট খুলে ফেলা হয়৷ যার ফলে তাঁর মৃত্যু হয়৷

আরও পড়ুন: ‘ আরজি কর আমার এক মেয়েকে কেড়েছে, কিন্তু লাখ-লাখ ছেলে-মেয়ে এনে দিয়েছে’

advertisement

চিকিৎসার জন্য মহিলার স্বামী বেশ কয়েকদিন লখনউয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিন্তু পরে আর্থিক সমস্যার কারণে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই কারণেই গাজি থানার ইন্দিরানগর থেকে একটা বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়৷

আরও পড়ুন: ফ্রিজ খুলতেই দূর্গন্ধ? রেখে দিন এই কটা জিনিস, সুগন্ধে ম ম করবে আপনার রেফ্রিজারেটর

advertisement

বাড়ি যাওয়া পথেই লজ্জাজনক কাণ্ডটি ঘটে৷ মহিলাটি অভিযোগ করেছেন, তাঁকে সামনের সিটে বসতে বাধ্য করা হয়৷ তারপর তাকে হেনস্থা করা হয়৷

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমার স্বামী ও ভাই বুঝতে পেরে চিৎকার করেছিল৷ ওরা এর পরও আমাকে যৌন হেনস্থা করছিল৷ আমি যখন ওদেরকে আটকানোর চেষ্টা করি, তখন ওরা অ্যাম্বুলেন্স মাঝপথে থামিয়ে আমার অসুস্থ স্বামীর থেকে জোড় করে অক্সিজেন মাস্ক খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়৷’’

advertisement

জানা গিয়েছে এর পরেও লোকগুলো মহিলাটির ভাইকে ড্রাইভার কেবিনে আটকে রেখে হেনস্থা চালিয়ে যায়৷ তিনি অভিযোগ করেন, এতেই শেষ নয়, অভিযুক্তরা তাঁর ব্যাগ থেকে দশহাজার টাকা, মঙ্গলসূত্র, আধার কার্ড, হাসপাতালের রিপোর্ট ছিনতাই করে৷

তাপরপ তাঁদের ভ্যান থেকে ফেলে দেওয়ার পর, মহিলার ভাই স্থানীয় পুলিশ থানায় যোগাযোগ করেন৷ সেখান থেকে মহিলার স্বামীকে গোরখপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার জন্য আরও একটি অ্যাম্বুলেন্স যোগাড় করে দেয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর স্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

৪ সেপ্টেম্বর বুধবার, মহিলাটি গাজীপুর থানায় অ্যাম্বুলেন্স চালকের নামে অভিযোগ দায়ের করে৷ লখনউয়ের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার জিতেন্দ্র কুমার দুবে জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশের একটা দল ইতিমধ্যেই অভিযুক্তকে ধরার সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে৷ রাজ্য ও দেশ জুড়ে এই আন্দোলনের প্রেক্ষাপটেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা নারী নিরাপত্তার বিষয়টিকে বার-বার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Harassed in ambulance: অ্যাম্বুলেন্সে হেনস্থার শিকার মহিলা, অক্সিজেনের অভাবে মৃত স্বামী, নারী নির্যাতনের আরও এক ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল