Fridge Cleaning Tips: ফ্রিজ খুলতেই দূর্গন্ধ? রেখে দিন এই কটা জিনিস, সুগন্ধে ম ম করবে আপনার রেফ্রিজারেটর

Last Updated:
অনেকসময়তেই ফ্রিজে এক ধরনের খারাপ গন্ধ হয়। এর ফলে আমাদের শাক-সব্জি, রান্না করা খাবার-দাবার সবই খারাপ হয়ে যায়৷ কিন্তু খাবার থাকার কারণে কোনও ধরনের সুগন্ধিও ব্যবহার করা যায় না৷ তাই ঘরোয়া টোটকাই ভরসা৷
1/6
এই গরমের দিনে ফ্রিজ ছাড়া আমাদের দিন অচল। এই যন্ত্রটিই আমাদের অগতির গতি হয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট থেকে রাতে শোওয়ার আগে দুধ সবেতেই উপকরণকে ভাল রাখতে দরকার রেফ্রিজরেটরের ভাল থাকা।
এই গরমের দিনে ফ্রিজ ছাড়া আমাদের দিন অচল। এই যন্ত্রটিই আমাদের অগতির গতি হয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট থেকে রাতে শোওয়ার আগে দুধ সবেতেই উপকরণকে ভাল রাখতে দরকার রেফ্রিজরেটরের ভাল থাকা।
advertisement
2/6
অনেকসময়তেই ফ্রিজে এক ধরনের খারাপ গন্ধ হয়। এর ফলে আমাদের শাক-সব্জি, রান্না করা খাবার-দাবার সবই খারাপ হয়ে যায়৷ কিন্তু খাবার থাকার কারণে কোনও ধরনের সুগন্ধিও ব্যবহার করা যায় না৷ তাই ঘরোয়া টোটকাই ভরসা৷
অনেকসময়তেই ফ্রিজে এক ধরনের খারাপ গন্ধ হয়। এর ফলে আমাদের শাক-সব্জি, রান্না করা খাবার-দাবার সবই খারাপ হয়ে যায়৷ কিন্তু খাবার থাকার কারণে কোনও ধরনের সুগন্ধিও ব্যবহার করা যায় না৷ তাই ঘরোয়া টোটকাই ভরসা৷
advertisement
3/6
রান্নার জন্য ফ্রিজে ভিনিগার তো থাকেই৷ সেই কিন্তু ফ্রিজের গন্ধকে ছু-মন্তর করে দিতে পারে৷ কাপে বা পাত্রে ভিনিগার ঢেলে রাখুন৷ কিছুক্ষণ পরেই দেখবে কোনওরকম বাজে গন্ধ আর নেই৷
রান্নার জন্য ফ্রিজে ভিনিগার তো থাকেই৷ সেই কিন্তু ফ্রিজের গন্ধকে ছু-মন্তর করে দিতে পারে৷ কাপে বা পাত্রে ভিনিগার ঢেলে রাখুন৷ কিছুক্ষণ পরেই দেখবে কোনওরকম বাজে গন্ধ আর নেই৷
advertisement
4/6
বেকিং সোডা যে কোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সিদ্ধ হস্ত৷ ফ্রিজ ভাল করে মুছেও যদি দুর্গন্ধ না যায, সেক্ষেত্রে একটা ছোট পাত্রে বেকিং সোডা রেখে দিন৷ দু’ঘণ্টার মধ্যেই দেখবেন আর কোনও রকম গন্ধ নেই৷
বেকিং সোডা যে কোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সিদ্ধ হস্ত৷ ফ্রিজ ভাল করে মুছেও যদি দুর্গন্ধ না যায, সেক্ষেত্রে একটা ছোট পাত্রে বেকিং সোডা রেখে দিন৷ দু’ঘণ্টার মধ্যেই দেখবেন আর কোনও রকম গন্ধ নেই৷
advertisement
5/6
ফ্রিজের বাজে গন্ধ দূর করতে লেবুর কোনও জুড়ি নেই৷ ফ্রিজের পাল্লায় একটা লেবু কেটে রেখে দিন৷ কোনও রকম বাজে গন্ধের জন্মই হবে না
ফ্রিজের বাজে গন্ধ দূর করতে লেবুর কোনও জুড়ি নেই৷ ফ্রিজের পাল্লায় একটা লেবু কেটে রেখে দিন৷ কোনও রকম বাজে গন্ধের জন্মই হবে না
advertisement
6/6
কফির গন্ধ আমাদের কম-বেশি সকলেরই ভাল লাগে৷ এই গন্ধ কেবল সুগন্ধি হিসেবে নয়৷ দুর্গন্ধশোষক হিসেবেও ব্যবহার হতে পারে৷ কাগজে বা ফয়েলে একটু কফি মুড়িয়ে ফ্রিজের এক কোণায় রেখে দিন৷ এতে ফ্রিজে দুর্গন্ধ থাকবে না
কফির গন্ধ আমাদের কম-বেশি সকলেরই ভাল লাগে৷ এই গন্ধ কেবল সুগন্ধি হিসেবে নয়৷ দুর্গন্ধশোষক হিসেবেও ব্যবহার হতে পারে৷ কাগজে বা ফয়েলে একটু কফি মুড়িয়ে ফ্রিজের এক কোণায় রেখে দিন৷ এতে ফ্রিজে দুর্গন্ধ থাকবে না
advertisement
advertisement
advertisement