TRENDING:

দেবতাকে বাঁচাতে ৪০০ বছরের রীতি ভাঙল এই মন্দির!

Last Updated:

এই মন্দিরের ‘শুদ্ধতা’রক্ষা হয়ে আসছে বিগত ৪০০ বছর ধরে ৷ এ বার সেই রেওয়াজে পড়তে চলেছে ছেদ ৷ দেবতাকে রক্ষা করতে পরম্পরাকে বিসর্জন দিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে চলেছেন পুরুষরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওড়িশা: এই মন্দিরের ‘শুদ্ধতা’রক্ষা হয়ে আসছে বিগত ৪০০ বছর ধরে ৷ এ বার সেই রেওয়াজে পড়তে চলেছে ছেদ ৷ দেবতাকে রক্ষা করতে পরম্পরাকে বিসর্জন দিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে চলেছেন পুরুষরা ৷
advertisement

ঘটনাটা একটু খুলে বলা যাক ৷ ওড়িশার কেন্দ্রপাড়া জেলোর সত্যভয়া গ্রাম ৷ পাশ দিয়ে বয়ে চলেছে বঙ্গোপসাগর ৷ এই গ্রামেই রয়েছে শতাব্দী পুরনো মা পঞ্চুবারাহির মন্দির ৷ কিন্তু এই মন্দিরের নিয়ম একটু অদ্ভূত ৷ দলিত মহিলা ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই এই মন্দিরে ৷ পাঁচজন বিবাহিত দলিত মহিলা মন্দিরের পুজো-আচ্চার সমস্ত কাজ করেন ৷ ৪০০ বছর ধরেই চলে আসছে এই রেওয়াজ ৷

advertisement

আরও পড়ুন: নয়াবাদে দম্পতির রহস্যমৃত্যু, কারা করত হুমকি ফোন, তদন্তে পুলিশ

কিন্তু বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভাঙতেই হল সেই রীতি ৷ সমুদ্রের জলতল বেড়ে গিয়ে ধাক্কা দিচ্ছে মন্দিরের গায়ে ৷ হয়তো কিছুদিনের মধ্যেই তা হারিয়ে যাবে চিরতরে ৷ সেই জন্যেই প্রয়োজন ছিল মন্দিরের বিগ্রহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ৷ কিন্তু অনেক চেষ্টা করেও শতাব্দী প্রাচীন প্রায় ১.৫ টনের কষ্ঠি পাথরের ওই বিগ্রহ সরাতে পারেননি ওই পাঁচ মহিলা পুরহিত ৷ তখনই ডাক পরে পুরুষদের ৷

advertisement

আরও পড়ুন: দেশের মধ্যে সেরা বাংলার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, কেন্দ্রের স্বীকৃতিতে গর্বিত মুখ্যমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

পাঁচজন পুরুষের সহায়তায় সরানো হয় ওই বিগ্রহ ৷ নৌকা করে দেবতাকে নিয়ে যাওয়া হয় ১২ কিলোমিটার দূরের বাগাপাতিয়ায় নিয়ে যাওয়া হয় ৷ এখানেই দেবতার বিশুদ্ধিকরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শুদ্ধ করে প্রতিষ্ঠিত করা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেবতাকে বাঁচাতে ৪০০ বছরের রীতি ভাঙল এই মন্দির!