TRENDING:

বোরখা পরে সটান প্রসবকক্ষে ঢুকে গেলেন এই পুলিশ অফিসার!

Last Updated:

বোরখা পরে থাকলেও তাঁর পেশীবহুল চেহারা, হাঁটাচলার মধ্যে অস্বাভিকতা থাকায় সহজেই হাসপাতাল কর্মীদের নজরে পড়ে যান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উদুকি: অত্যন্ত হ্যান্ডসাম চেহারা ৷ মেদহীন, পেশীবহুল শরীর ৷ বাইরে থেকে দেখলে যে কেউ বলবেন ইনিই একেবারে আদর্শ পুলিশ অফিসার ৷ কিন্তু তিনিই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন, যা শুনে চক্ষু চরকগাছ পরিচিতদের ৷
advertisement

শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে কেরলের থড়ুপুজ্জায় ৷ কেরল সিভিক পুলিশ অফিসার নূর সমীর(৪২) হঠাৎই বোরখা পরে ঢুকে পড়েন আল-আশার স্পেশ্যালিটি হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের প্রসব কক্ষে ৷ বোরখা পরে থাকলেও তাঁর পেশীবহুল চেহারা, হাঁটাচলার মধ্যে অস্বাভিকতা থাকায় সহজেই হাসপাতাল কর্মীদের নজরে পড়ে যান ৷ সমীরের অসৎ উদ্দেশ্য আছে বুঝতে পেরে তাঁর পিছু নেন কয়েকজন ৷ মুহূর্তে সাবধান হয়ে যান নূর ৷ দূরে পালাতো যান ৷ কর্মীরাও ধাওয়া করেন তাঁকে ৷ শেষ পর্যন্ত সমীরের সঙ্গে ধস্তাধ্বস্তির সময় বোরখা উড়ে গিয়ে ওই পুলিশ অফিসারের মুখ দেখে ফেলেন অনেকে ৷

advertisement

আরও পড়ুন: বিয়ে হতেই তান্ত্রিক ও শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে ধর্ষণ করল নববধূকে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও সমীরের শক্তির সঙ্গে এঁটে উঠতে পারেননি কর্মীরা ৷ তাঁদের হাত চাড়িয়ে পালিয়ে যান সমীর ৷ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় ৷ ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি প্রসব কক্ষে ঢুকতে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ চলছে সমীরেরও ৷ শুধুই কৌতহলবশত এ কাজ করেছেন তিনি, নাকি এর পিছনে কোনও বড় অভিসদ্ধি ছিল ? সেই উত্তরই এখন খুঁজছেন তদন্তকারী অফিসাররা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বোরখা পরে সটান প্রসবকক্ষে ঢুকে গেলেন এই পুলিশ অফিসার!