V6 নামের একটি টিভি চ্যানেলে কাজ করতেন ৩৬ বছরের রাধিকা ৷ থাকতেন শ্রীভিলা অ্যাপার্টমেন্টে ৷ ৬ মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর ৷ বিশেষ চাহিদা সম্পন্ন ১৪ বছরের একমাত্র ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন রাধিকা ৷
আরও পড়ুন:গত চার বছরে সর্বোচ্চ পেট্রোলের দাম, অগ্নিমৃূল্য ডিজেলও
advertisement
এসিপি ভুজঙ্গ রাও জানান, রাত পৌনে এগারোটা নাগাদ ঘরে ফেরেই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি ৷ রাধিকার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায় ৷ সেখানেই নিজের মানসিক অবসাদের কথা লিখে গেছেন রাধিকা ৷ ‘আমার মাথাই আমার শত্রু’-এমন কথাও লেখা রয়েছে তাঁর নোটে ৷ এমনকী তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বলেও সুইসাইড নোটে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:ছাদ থেকে ঝাঁপ, আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের
সাইবেরাবাদ পুলিশ জানিয়েছে, পা ভেঙে গিয়েছিল রাধিকার ৷ এ ছাড়াও তাঁর সারা দেহে প্রচুর আঘাতের চিহ্ন ছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ৷