বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ওয়েবসাইটগুলো দ্রুততার সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই কথা বিবেচনা করেই এই পোর্টালের সূচনা হয়েছে। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা এবং সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দফতরের উদ্যোগে 'আমার সরকার' ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৃণমূলস্তর পর্যন্ত সরকারী সুযোগ সুবিধাগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের কারণ।
advertisement
এই ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে ত্রিপুরার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির পঞ্চায়েত সচিব, গ্রামীণ কর্মসূচি সচিব, গ্রাম সচিব এবং গ্রামীণ কর্মসূচি পরিচালকেরা গ্রামবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি রাজ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে নথিভুক্ত করবেন৷ পরবর্তীকালে এক্তিয়ার অনুসারে সংশ্লিষ্ট দফতরগুলো দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন- নজরে মেঘালয়, শুক্রবারেই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব পোর্টালের শুভ সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, " বর্তমান সরকার সকলকে ভাল রাখার চেষ্টা করছে। গ্রামীণ এলাকার মানুষেরাও এর বাইরে নন। তিনি বিশ্বাস করেন গ্রাম পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যথাযথ তথ্য এই পোর্টালে তুলে ধরবেন। এর মাধ্যমে বর্তমান বিকাশমুখী সরকার গ্রামীণ জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে অনায়াসে এবং কার্যকরী রূপে।"