কিন্তু তারপরেও ঘটে যায় নানারকম অবাঞ্ছিত দুর্ঘটনা । সে ঘটনার দায় না বাবা-মায়ের, না সন্তানের, দায় শুধুমাত্র পরিস্থিতির । যেখানে পরিস্থিতি প্রতিকূল হয়, সেখানে সাধারণ মানুষের হাত-পা বাঁধা ।
এমনই ঘটনার আবারও সাক্ষী থাকল দেশবাসী । চেষ্টা করেছিলেন মা । কিন্তু শেষরক্ষা হল না । ঘরে ফেরার জন্য ১০০ কিমি হেঁটে মাঝরাস্তাতেই মৃত সন্তানের জন্ম দিলেন মা । হরিয়ানার আম্বালার কাছে ঘটনাটি ঘটে । বিহারে নিজেদের বাড়ি ফিরতে দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা । মাঝ রাস্তাতেই তীব্র প্রসব যন্ত্রণা । রাস্তাতেই জন্ম হয় এক কন্যাসন্তানের । কিন্তু জন্মের পরপরই মারা যায় সদ্যোজাত ।
advertisement
বিন্দিয়া আর তাঁর স্বামী যতীন রাম, দু’জনেরই বয়স সবে কুড়ির কোঠায় । গত সপ্তাহে পঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তাঁরা । বুধবার এসে পৌঁছন আম্বালায় । দীর্ঘপথ হাঁটার ধকল সহ্য করতে না পেরে প্রসবযন্ত্রণা শুরু হয়ে যায় বিন্দিয়ার । ঘটনাটি পুলিশের নজরে আসতে তাঁরা বিন্দিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান । কিন্তু তাঁরা বাঁচাতে পারেননি তাঁদের সন্তানকে । বুকে পাথর রেখে সন্তানের শেষকৃত্য সম্পন্ন করেন হতভাগ্য বাবা-মা ।
বিন্দিয়া আর রামের বিয়ে হয়েছিল ২ বছর আগে । এটাই ছিল তাঁদের প্রথম সন্তান । গত বছর বিহার থেকে স্বামীর কাছে লুধিয়ানায় চলে যান বিন্দিয়া । সংসার পাতেন সেখানেই । রাম স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন । কিন্তু লকডাউনে চলে গিয়েছিল কাজ । তাই ৯ মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথ ধরেন রাম । টাকা ছিল না, তাই ব্যবস্থা হয়নি শষ্রমিক স্পেশ্যাল ট্রেনেও । তবে আম্বালায় এক স্বেচ্ছাসেবী সংস্থা তাঁদের ট্রেনের ব্যবস্থা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে ।
