এর আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর প্রথম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ দিল্লিতে বিপুল জনসমাগমের সামনে দাঁড়িয়ে রাহুল এই জয়ের জন্য ধন্যবাদ জানান কর্ণাটকের সাধারণ মানুষকে৷ পাশাপাশি তিনি বলেলেন, ‘এই জয় ভালবাসার জয়৷ আজ থেকে ঘৃণার বাজার বন্ধ হল, শুরু হল ভালবাসার দোকান৷’
আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!
দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷ কংগ্রেস যখন ১৩৫ ছুঁয়ে ফেলেছে সেই সময়ে সাংবাদিকদের সামনে আসেন রাহুল গান্ধি৷ চারিদিকে তখন তাঁর নামে জয়ধ্বনী শুরু হয়েছে৷ পাশাপাশি চলছে ঢাক-ঢোল বাজানো, বাজি ফাটানো৷ সাংবাদিকদের দিকে এগিয়ে এসে তিনি প্রথমে সমর্থকদের বলেন, চুপ করতে৷ পাশাপাশি বাজি ফাটানো বন্ধ করতেও তিনি বলেন৷
এর পর রাহুল গান্ধি বলেন, ‘কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ৷ পাশাপাশি, সে রাজ্যের কংগ্রেস কর্মী ও সাধারণ সমর্থকদেরও ধন্যবাদ জানাই৷ এই জয়ের ফলে বোঝা গেল, সে রাজ্যে ভালাবাসার দিন শুরু হল, এ জয় ভালাবাসার জয়৷ কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হল, ভালবাসার দোকান শুরু হল৷’ পাশাপাশি তিনি বলেন, ‘যে প্রতিশ্রুতি কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে দেওয়া হয়েছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷’