TRENDING:

৩০০০ সাপ ধরেছেন, সেই সাপের কামড়েই হল মৃত্যু, দেখুন মর্মান্তিক ভিডিও

Last Updated:

ভয়ানক পরিণতি , সাপ ধরার নেশা বা পেশা যাই বলুন , তাই ডেকে আনল অমোঘ মৃত্যু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঞ্জাব : একজন মানুষ ,তার সম্পর্কে বলতে হলে বলা যাবে সাপের সঙ্গে ঘর করেন ৷ আসলে যেখানেই সাপ বেরিয়েছে শুনতেন সেখানেই সাপ ধরতে চলে যেতেন বিক্রম সিং মালোট ৷
advertisement

পাঞ্জাবের রোপারের আনন্দপুর সাহিবের বাসিন্দা তিনি ৷ কী করে সাপ ধরতে হয় তাও শেখাতেন তিনি ৷ এমনই সাপ ধরতেই গিয়েছিলেন একজনের বাড়িতে ৷ সেখানেই বিষধর সাপের কামড়ে মৃত্যু হল তার ৷ ৩০০০ সাপ ধরছেন এই বিক্রম ৷ যখনই সাপ ধরতেন কীভাবে ধরা হচ্ছে তার ভিডিও করে রাখতেন তিনি ৷

আর এবার ভিডিওতেই বন্দী হয়ে রইল তাঁকে সাপে কমড়ানোর ভয়ানক দৃশ্য ৷ সাপটিকে ধরার পর তিনি সাপটি নিয়ে খেলছিলেন ৷ সাপ নিয়ে তো নয় সাক্ষাৎ মৃত্যু নিয়ে খেলছিলেন তিনি ৷ তার হাতে বন্দী সেই সাপের কামড়েই ভবলীলা সাঙ্গ হয়ে গেল ৩০০০ সাপ ধরা বিক্রমের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
৩০০০ সাপ ধরেছেন, সেই সাপের কামড়েই হল মৃত্যু, দেখুন মর্মান্তিক ভিডিও