আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রীকে ফোনে প্রাণনাশের হুমকি
সূত্র মারফত জানা গেছে বছর উনিশের এক ইঞ্জিনিয়ারিঙের এক ছাত্র (গাড়ির চালক)মাঝরাতে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিল ৷
প্রথমে গাড়ি ছন্দেই ছিল কিন্তু কুশাইগুড়ার কাছে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ফুটাপাতে ঘুমন্ত এক ব্যাক্তিকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ মৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়, মৃতের নাম অশোক ৷
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে ফুটপাতে অশোক ঘুমিয়ে ছিলেন ৷ সেই সেময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিষে দেয় ঘুমন্তকে ৷ অশোককে গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷
অভিযুক্ত তিন তিনজনকেই পুলিশ শনাক্ত করে ৷ অভিযুক্ত তিনজনের মধ্যে একজন মালাকপেট থানার এক ইন্সপেকটরের মেয়ে ৷ পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ৷
অভিযুক্ত তিন পড়ুয়ার বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩০১ এ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷