TRENDING:

Alcohol Affect- ৫ বোতল মদ খেতে হবে, জল না মিশিয়ে! তা হলেই ১০ হাজার টাকা! যুবকের যা হল, ভয়ঙ্কর

Last Updated:

জল না মিশিয়ে পাঁচ বোতল মদ পান করতে হবে। তা হলেই হাতে দেওয়া হবে ১০ হাজার টাকা। চ্যালেঞ্জ ছিল এমনই। আর সেই চ্যালেঞ্জ জেতার লোভেই প্রাণ হারালেন কর্নাটকের এক তরুণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জল না মিশিয়ে পাঁচ বোতল মদ পান করতে হবে। তা হলেই হাতে দেওয়া হবে ১০ হাজার টাকা। চ্যালেঞ্জ ছিল এমনই। আর সেই চ্যালেঞ্জ জেতার লোভেই প্রাণ হারালেন কর্নাটকের এক তরুণ।
News18
News18
advertisement

জল ছাড়া পাঁচ বোতল মদ পান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কার্তিক (২১)। অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন সেই যুবক মারা যান। এর পর নাংলি থানায় কার্তিকের ৬ বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই যুবকের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি বন্ধুদের খোঁজ চলছে।

advertisement

কর্নাটকের কোলার জেলার পূজারাহাল্লা গ্রামের বাসিন্দা কার্তিক। তাঁর বিয়ে হয়েছিল বছরখানেক আগে। মৃত্যুর মাত্র ৮ দিন আগে তিনি বাবা হন। কেন হঠাৎ করে এমন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে সায় দিলেন তিনি! পুলিশ তারই তদন্ত শুরু করেছে। কার্তিকের বন্ধু ভেঙ্কট রেড্ডি, সুব্রামণি এবং আরও তিনজন তাঁর সঙ্গে আড্ডার সময় একটি চ্যালেঞ্জ দেয়।

advertisement

আরও পড়ুন- পহেলগাঁওয়ের বদলার ভয়ে হুড়মুড়িয়ে দাম কমছে পাক রুপিয়ার! ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত?

চ্যালেঞ্জের শর্ত ছিল, কার্তিককে জল না মিশিয়ে পান করতে হবে পাঁচ বোতল মদ। রাজি হয়ে যান কার্তিক। টাকার লোভে বন্ধুদের সামনেই পাঁচ বোতল মদ নিয়ে বসে পড়েন কার্তিক। তার পরই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এর পর কোলার জেলার মুলবাগলের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

চিকিৎসকরা জানিয়েছেন, এত কম সময়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পানের ফলে তাঁর শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছিল।

বাংলা খবর/ খবর/দেশ/
Alcohol Affect- ৫ বোতল মদ খেতে হবে, জল না মিশিয়ে! তা হলেই ১০ হাজার টাকা! যুবকের যা হল, ভয়ঙ্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল